Ajker Patrika

সোনাগাজীতে বাণিজ্য মেলার আয়োজন বন্ধ

ফেনী প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৬
সোনাগাজীতে বাণিজ্য মেলার আয়োজন বন্ধ

ফেনীর সোনাগাজীতে ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্য মেলার আয়োজন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। গত সোমবার রাতে জেলা প্রশাসকের নির্দেশে মেলার স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক মেলা বন্ধ করে দেন।

লিখন বণিক বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে এবং নির্বাচনকালে এ ধরনের আয়োজনের অনুমতি নেই। প্রশাসনের অনুমতি না নিয়ে পৌরসভার তেরিচাপুল এলাকার কিছু লোক একটি মেলার আয়োজন করেন। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় এম মাজেদ নামের মেলার এক আয়োজকের কাছ থেকে মুচলেকা নিয়ে মেলা বন্ধ করে দেওয়া হয়।

এর আগে গত সোমবার সকালে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে বাজার ব্যবসায়ী সংগঠন নেতারা প্রায় ৩০০ ব্যবসায়ীর স্বাক্ষরসহ একটি স্মারকলিপি দেন।

বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুর নবী আজকের পত্রিকাকে জানান, ১ ডিসেম্বর মেলা উদ্বোধনের জন্য স্থান নির্ধারণ, গেট নির্মাণ ও সাজসজ্জার কাজ প্রায় শেষ করে একটি মহল। কিন্তু করোনা পরবর্তী মেলার আয়োজন করা হলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হতেন ব্যবসায়ী। তাই মেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত