Ajker Patrika

বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু, আহত ২

মুলাদী প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৯: ৫৪
বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু, আহত ২

মুলাদীতে বিদ্যুতায়িত হয়ে আহাদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহাদ চরলক্ষ্মীপুর গ্রামের সবুজ ঢালী ছেলে।

সবুজ ঢালী জানান, গতকাল শনিবার পল্লী বিদ্যুতের লোকজন চরলক্ষ্মীপুর এলাকায় গাছের ডালপালা কাটে। তাদের বাড়ির পাশে তার ছিঁড়ে নিচে পড়ে থাকে। বাড়ির পাশে খেলতে গিয়ে বিদ্যুতের তারের স্পর্শে আহত হয় আহাদ। আহত অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়।

জানা যায় ওই সময়ে বিদ্যুতের তারের স্পর্শে একই বাড়ির হাওয়ানুর বেগম ও শেফালি বেগম আহত হন।

মুলাদী পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুণ্ড জানান, বিদ্যুতায়িত হওয়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত