Ajker Patrika

নরসিংদীর তিন স্থানে মিলল ৩টি লাশ

আজকের পত্রিকা
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৫: ০১
নরসিংদীর তিন স্থানে মিলল ৩টি লাশ

নরসিংদীতে গতকাল বুধবার তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পলাশের জিনারদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবক, শিবপুরের কয়রা নদীতে অজ্ঞাতপরিচয়য় এক নারী এবং বেলাবতে কানু দাস নামের এক ব্যক্তির লাশ রয়েছে।

পলাশের জিনারদী ইউনিয়নের বড়ি বাড়ি নামক স্থানে রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমায়েদুল জাহেদী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে এখনো যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

শিবপুরে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ৩টার দিকে জয়নগর ইউনিয়নের দড়িপুরা উত্তরপাড়া এলাকায় কয়রা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর পড়নে কালো রঙের সালোয়ার ও লাল রঙের কামিজের ওপর ছাই রঙের বোরকা ছিল।

শিবপুর মডেল থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বেলাবতে কানু দাস (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নিউ টাউন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কানু দাস ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুচ্ছ গ্রামের বাসিন্দা। তিনি সল্লাবাদ এলাকার এস আর ব্রিকস নামের একটি ইটের ভাটায় শ্রমিকের কাজ করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত