Ajker Patrika

আ.লীগের ছয় বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৯: ৩০
আ.লীগের ছয় বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার

ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী ছয় প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার দুপুরে শহরের কলেজ রোডের জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদ খোন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন চৌধুরী। তিনি বক্সমাহমুদ ইউপি থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। একই উপজেলার উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আকবর ভূঞা। তিনি মির্জানগর ইউপিতে প্রার্থী হয়েছিলেন। ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হাসেম। তিনি আমজাদ হাট ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন।

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন ভূঞা রনি। তিনি ঘোপাল ইউপিতে বিদ্রোহী প্রার্থী ছিলেন। একই উপজেলার মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গরিব শাহ হোসেন চৌধুরী বাদশা ও রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্নাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

এর মধ্যে ফুলগাজী উপজেলায় গত বৃহস্পতিবার নির্বাচন সম্পন্ন হয়েছে। ছাগলনাইয়া ও পরশুরামে নির্বাচন হবে আগামী ২৮ নভেম্বর।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদ খোন্দকার জানান, জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রার্থীদের বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত