Ajker Patrika

প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস

রংপুর প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪: ৫১
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস

রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গতকাল শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ আশ্বাস দেন।

শিক্ষামন্ত্রী বলেন, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ২০০১ সালে আইন পাস করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। কিন্তু পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এলে সেই বিশ্ববিদ্যালয়টি রংপুর থেকে সরিয়ে নেওয়া হয়।

দীপু মনি বলেন, ‘রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করাটা আওয়ামী লীগের প্রতিশ্রুতি ছিল। আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। রংপুরে পুনরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ২০০১ সালের সেই ফাইল কী অবস্থায় আছে জানি না। ঢাকায় গিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখব।’

মন্ত্রী জানান, দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তন করা হবে। শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা দেওয়া হবে।

দীপু মনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার বিষয় নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আমরা চাই একজন শিক্ষার্থী অনেক বেশি উপযোগী হয়ে কর্মজীবনে প্রবেশ করুক। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

বেসরকারি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের কলেজগুলোকে মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)-এর আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসির মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন। আরও কিছু এমপিওভুক্ত করেছি। যারা বাকি রয়েছে তাদের বিষয়েও সিদ্ধান্ত হবে।’ তবে নতুন কোনো প্রতিষ্ঠানকে আপাতত এমপিওর আওতায় নিয়ে আসার ব্যাপারে সরকার ভাবছে না বলে জানান তিনি।

এ সময় রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী পরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর বিভাগীয় অঞ্চলের শিক্ষকদের নিয়ে ‘শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত