Ajker Patrika

জাতীয় অনুষ্ঠানের স্থানে গ্যাসচালিত গাড়ি বারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৪: ১৮
জাতীয় অনুষ্ঠানের স্থানে গ্যাসচালিত গাড়ি বারণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীসহ জাতীয় অনুষ্ঠানস্থলের এক কিলোমিটারের মধ্যে গ্যাসের সিলিন্ডারযুক্ত গাড়ি রাখা যাবে না। গ্যাসচালিত গাড়ি নিয়ে কেউ এসব অনুষ্ঠানে যেতে চাইলে এক কিলোমিটার দূরে গাড়ি রেখে যেতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিরাপত্তাবিষয়ক উপ-কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানগুলো শেষ করতে যাচ্ছি, সঙ্গে স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠান শুরু করব আগামী ১৬ ডিসেম্বর। অনেকগুলো অনুষ্ঠান নভেম্বরের শেষ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আমরা পালন করব। উৎসবস্থল যেমন জাতীয় প্যারেড স্কয়ার, সংসদ ভবন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির এক কিলোমিটারের মধ্যে কোনো গ্যাস সিলিন্ডারের গাড়ি রাখা যাবে না। এক কিলোমিটার দূরে গাড়ি রেখে সভাস্থলে আসতে হবে। সেই নিষেধাজ্ঞাটা আমরা জারি করব। মাঝে মাঝে গ্যাস সিলিন্ডার বিপত্তি ঘটায়। সে দিকে লক্ষ রেখে আমরা এটা করতে যাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত