Ajker Patrika

অবৈধ প্রবেশের অভিযোগে গ্রেপ্তার ১২

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ৩৪
অবৈধ প্রবেশের অভিযোগে গ্রেপ্তার ১২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ছয় অনুপ্রবেশকারীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তের মাটিলা বিওপি ও যাদবপুর বিওপি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (বিজিবি-৫৮) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মাটিলা বিওপি এলাকা থেকে গতকাল ভোরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই পুরুষ, তিন নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের সঙ্গে এক শিশু ছিল। একই সময় তাঁদের সহযোগিতা করার অপরাধে আবুল কালাম নামের এক দাদালকে গ্রেপ্তার করা হয়।

নজরুল ইসলাম আরও জানান, একই দিন ভোরে ভারতীয় সীমান্তের যাদবপুর বিওপি এলাকা থেকে উপজেলার সোনাইডাংগা গ্রাম থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন পুরুষ, দুজন নারী। তাঁদের সঙ্গেও এক শিশু ছিল। তাঁরা সবাই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। গতকাল সকালে তাঁদের সবার বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুরর থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত