Ajker Patrika

ভারতফেরত যাত্রীর ব্যাগে ৯ হাজার পাথর

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ২৯
ভারতফেরত যাত্রীর ব্যাগে ৯ হাজার পাথর

বেনাপোল বন্দরে ভারত থেকে ফেরা এক যাত্রীর ব্যাগে আংটিতে ব্যবহৃত ৯ হাজার টুকরা পাথর জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

গতকাল রোববার দুপুরে তাজুল ইসলাম নামের ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এ পাথর জব্দ করা হয়। তবে কাস্টমস কর্মকর্তারা পাথর জব্দ করে যাত্রীকে ছেড়ে দেন বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘পাসপোর্টধারী যাত্রী তাজুল ইসলাম ভারত থেকে ফিরে আসার পথে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় যাত্রীর চলাফেরা ও ব্যস্ততা দেখে সন্দেহ হয় কাস্টমসে থাকা শুল্ক গোয়েন্দা সদস্যদের।’

সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে। এ সময় যাত্রীর ব্যাগ ও পরে শরীর তল্লাশি করে পকেটে লুকিয়ে রাখা আংটিতে ব্যবহৃত বিভিন্ন রঙের ৯ হাজার পিচ পাথর পাওয়া যায়।’

জানা গেছে, ভারতের এসব দামি পাথর আংটিতে বসিয়ে সেগুলো অনেক টাকায় বিক্রি করা হয়। তবে এসব পাথরে উপকারিতা আছে কী না তা নিয়ে সংশয় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত