Ajker Patrika

দোহারে মোবাইল ফোনের দোকানে চুরি

দোহার প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৭
দোহারে মোবাইল ফোনের দোকানে চুরি

দোহারের জয়পাড়া পূর্ব বাজারের অথৈই টেলিকমে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার পর কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দোকান মালিক জামাল হোসেন। তাঁর দাবি, এতে তাঁর ২০ থেকে ৩০ লাখ টাকার মালামাল খোয়া গেছে।

জানা যায়, প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতে ৯টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান জামাল হোসেন। বুধবার সকালে এসে তিনি দেখতে পান দোকানে নতুন তালা ঝোলানো। পরে তিনি পুলিশকে ফোন দেন। পুলিশ এসে তালা ভেঙে দেখতে পায় জামালের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী জামাল বলেন, এ ঘটনায় তাঁর প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার মালামাল ও নগদ ৫০ হাজার টাকা খোয়া গেছে। পাশের মার্কেটে সিসিটিভি ক্যামেরা থাকলেও ফুটেজ ঘোলা থাকায় চোরদের চিহ্নিত করা যায়নি। সে সিসিটিভি ফুটেজ আইটি এক্সপার্টদের কাছে নিয়ে গেলে তাঁরা সিসিটিভি ক্যামেরায় সমস্যা থাকার কারণে ভিডিও আসেনি বলে উল্লেখ করেন।

জয়পাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন বলেন, ‘আমি এখন চিকিৎসার জন্য ঢাকায় আছি। দোহারে এসে পুরো ব্যাপারটা জেনে আমি মন্তব্য করতে পারব।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখ বলেন, ‘দোহান মালিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা অতি দ্রুত অপরাধীদের আটকের চেষ্টা চালাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত