Ajker Patrika

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি দ্বিতীয় পত্র

মোহাম্মদ ফখরুল আলম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১০: ২৫
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি দ্বিতীয় পত্র

২০২১ সালের এইচএসসি

পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন।

১। বাংলাদেশে একটি আদর্শ কৃষি খামারের আয়তন কত?

(ক) ৩ একর (খ) ৫ একর (গ) ৮ একর (ঘ) ১০ একর

২। বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যা হলো—

(i) কৃষকের দারিদ্র্য (ii) ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ

(iii) দালালদের দৌরাত্ম্য

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii (খ) ii, iii (গ) i, iii (ঘ) i, ii, iii

৩। উফশী প্রযুক্তি হলো —

(i) শিল্পে ব্যবহৃত নতুন প্রযুক্তি (ii) কৃষিতে ব্যবহৃত বীজভিত্তিক প্রযুক্তি

(iii) কৃষিতে ব্যবহৃত কীটনাশকভিত্তিক প্রযুক্তি

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii (খ) ii, iii (গ) i, iii (ঘ) i, ii, iii

৪। বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি শুরু হয় কোন দশকে?

(ক) ৭০-এর দশকে (খ) ৮০-এর দশকে

(গ) ৯০-এর দশকে (ঘ) ৬০-এর দশকে

উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

শফিক একজন সৎ, পরিশ্রমী মানুষ। নিজের প্রচেষ্টা এবং বন্ধুবান্ধবের সহযোগিতায় কিছু পুঁজি দিয়ে নিজ এলাকায় একটি খাবারের দোকান দেন। যেখানে তাঁর শ্রমিকের সংখ্যা ২০ জন। অল্প কিছু দিনের মধ্যেই তাঁর দোকানের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে।

৫। শফিকের প্রতিষ্ঠিত শিল্পকে কোন ধরনের শিল্প বলা যায়?

(ক) ক্ষুদ্র (খ) বৃহৎ (গ) মাঝারি (ঘ) কুটির

৬। ওই শিল্পে মূলধনের পরিমাণ হয়—

(i) ৫ লাখ টাকার কম (ii) ৫-১০ লাখ টাকার মধ্যে

(iii) ১০ লাখ টাকার ঊর্ধ্বে

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii (খ) ii, iii (গ) i, iii (ঘ) i, ii, iii

৭। আমদানি বিকল্প শিল্পের উদ্দেশ্য নয় কোনটি?

(ক) পরনির্ভরশীলতা হ্রাস (খ) বৈদেশিক মুদ্রা সাশ্রয়

(গ) পণ্যের আন্তর্জাতিক চাহিদা পূরণ

(ঘ) আমদানি ব্যয় হ্রাস করা

২৯। খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণের যেসব ব্যবস্থা নেওয়া যেতে পারে–

(i) কীটনাশকের পরিমিত ব্যবহার

(ii) রপ্তানি বৃদ্ধিকরণ

(iii) উৎপাদন বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৯। আদমশুমারি গণনা পদ্ধতি কয়টি?

(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪

১০। বাংলাদেশ থেকে কোনো লোক স্থায়ীভাবে আমেরিকায় গমন করলে দেশটির দিক থেকে একে কী বলা হবে?

(ক) অভিগমন (খ) বহির্গমন (গ) বহিরাগমন (ঘ) অভ্যন্তরীণ গমন

১১। বৈদেশিক বাণিজ্যের দ্বারা দেশের অভ্যন্তরে কোন কারবারের সম্প্রসারণ রোধ করা যায়?

(ক) অলিগলি (খ) একচেটিয়া

(গ) ডুয়োপলি

(ঘ) প্রতিযোগিতামূলক

১২। অভ্যন্তরীণ বাণিজ্যে দ্রব্যের ওপর কোন শুল্ক ধার্য করা হয়?

(ক) রপ্তানি শুল্ক (খ) আমদানি শুল্ক

(গ) আবগারি শুল্ক (ঘ) বাণিজ্য শুল্ক

১৩। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য কোনটি?

(ক) শিল্পজাত পণ্য রপ্তানি (খ) আমদানি ব্যয় কম

(গ) জনশক্তি রপ্তানি (ঘ) বাণিজ্য শক্তি

১৪। জনসংখ্যার প্রাকৃতিক নিরোধ কার্যকর হয় যখন—

i. দেশে যুদ্ধবিগ্রহ ঘটে ii. ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস দেখা দেয়

iii. দেশে বেকারত্ব দেখা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

১৫। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?

ক. ১৯৭১ খ. ১৯৭২ গ. ১৯৭৪ ঘ. ১৯৭৮

১৬। বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা হ্রাস করতে উপায় হলো–

(i) মানবসম্পদ রপ্তানি বৃদ্ধি

(ii) অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু ব্যবহার

(iii) নতুন প্রযুক্তির উদ্ভাবনের সুফল ভোগ করা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

একটি দেশ ‘A’ যার আয়তন ২,৪০,০০০ বর্গ কিমি। একটি নির্দিষ্ট বছরে ওই দেশে ৮০ লাখ জীবিত শিশু জন্মগ্রহণ করেছিল। ওই দেশটিতে ওই বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা ছিল ৫০ কোটি।

১৭। ‘A’ দেশটির জনসংখ্যার ঘনত্ব কত?

ক. ২০৮৩.১৩ খ. ২০৮৩.৩৩

গ. ১০৮৩.৩৩ ঘ. ১০৮৩.১৩

১৮। দেশটির স্থূল জন্মহারের পরিমাণ হলো–

ক. ১৫ খ. ১৬ গ. ২৪ ঘ. ৫০

১৯। সাফটার আওতায় দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ কোনটি?

(ক) মালয়েশিয়া (খ) সিঙ্গাপুর

(গ) বাংলাদেশ (ঘ) ভারত

২০। মাশরুম খেলে–

(i) হাড় ও দাঁত মজবুত হয়

(ii) চুল পড়া বন্ধ হয়

(iii) ক্যানসার হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২১। বিএডিসি সারা দেশে কয়টি ডাল ও তেলবীজ উৎপাদন খামার পরিচালনা করে?

(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি

উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রুবেল এমন একটি শিল্প গড়ে তুলেছেন যার প্রতিস্থাপন ব্যয় ৫০ লাখ টাকা এবং প্রায় ৯৯ জন শ্রমিক কাজ করেন।

২২। রুবেলের গড়ে তোলা শিল্পটির নাম কী?

(ক) মাঝারি শিল্প (খ) কুটিরশিল্প (গ) ম্যানুফ্যাকচারিং ক্ষুদ্রশিল্প (ঘ) সেবামূলক ক্ষুদ্রশিল্প

২৩। ওই শিল্পের অন্তর্গত শিল্পগুলো হলো–

(i) দেশলাই শিল্প

(ii) যানবাহন মেরামত ও সার্ভিসিং শিল্প

(iii) হোসিয়ারি শিল্প

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২৪। বর্তমানে দেশের অধিকাংশ মানুষই পরিবারের সদস্যসংখ্যা সীমিত রাখার জন্য জন্ম নিয়ন্ত্রণব্যবস্থা গ্রহণ করছেন। ম্যালথাস এ ব্যবস্থাকে কী হিসেবে আখ্যা দিয়েছেন?

(ক) পরিবার পরিকল্পনা (খ) প্রাকৃতিক নিরোধ

(গ) আধুনিক ব্যবস্থা (ঘ) প্রতিরোধমূলক ব্যবস্থা

২৫। জনসংখ্যা নিয়ন্ত্রণে আমাদের দেশে কোন অভিগমন বেশি কার্যকর?

(ক) বহির্গমন (খ) বহিরাগমন

(গ) অভ্যন্তরীণ গমন (ঘ) অধিক দূরত্বে অভিগমন

২৬। ২০১৫-১৬ অর্থবছরে x দেশে ২০ লাখ লোক মৃত্যুবরণ করে, ওই বছরের মধ্য সময়ে সে দেশের জনসংখ্যা ছিল ১৫ কোটি, সে দেশের স্থূল মৃত্যুহার কত ছিল?

(ক) ৫ (খ) ৩৫

(গ) ১.৩৩ (ঘ) ১৩.৩৩

২৭। যে শিল্পের কাঁচামালের জোগান আমাদের দেশে সারা বছর থাকে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পঞ্চম। ওই শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য–

(i) কৃষির উপখাতভিত্তিক শিল্প

(ii) উৎপাদিত দ্রব্য শপিং ব্যাগ ও অলংকার বাক্স

(iii) অনিয়মিত বৃষ্টিপাতে উৎপাদন ব্যাহত হয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২৮। কত সালে প্রথম বিশ্বখাদ্য সম্মেলন অনুষ্ঠিত হয়?

(ক) ১৯৮৩ সালে (খ) ১৯৭৯ সালে

(গ) ১৯৭৪ সালে (ঘ) ১৯৭০ সালে

লেখক: মোহাম্মদ ফখরুল আলম

সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত