Ajker Patrika

জাতীয় কবির জন্মদিনে টিভি আয়োজন

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৫ মে ২০২২, ১২: ৪৪
জাতীয় কবির জন্মদিনে টিভি আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ। তাঁর জয়ন্তীতে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে থাকবে নাচ, গান, আলোচনা, নাটকসহ বিভিন্ন আয়োজন।

বিটিভি

কাজী নজরুল ইসলামের ‘শিউলিমালা’ গ্রন্থের ‘অগ্নিগিরি’ ছোটগল্প নিয়ে তৈরি হয়েছে নাটক। চিত্রনাট্যে আবুল হায়াত, পরিচালনায় নূর আনোয়ার রনজু। অভিনয় করেছেন মামুনুর রশীদ, ইমতিয়াজ বর্ষণ, জেসমিন আরা, মিলি মুনশী, আনোয়ার শাহী, নাজিম উদ্দিন প্রমুখ। প্রচারিত হবে আজ রাত ৯টায়।

এটিএন বাংলা

সকাল ৮টা ২৫ মিনিটে রয়েছে নজরুলের গান নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘অঞ্জলি লহ মোর’। পরিচালনায় সেলিম দৌলা খান ও লানা খান। দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রাজবন্দীর জবানবন্দি’। রাত ৮টায় বিশেষ অনুষ্ঠান ‘হৃদয়ে সব্যসাচী’। ফেরদৌস আরা বন্যার উপস্থাপনায় এতে অংশ নিয়েছেন শাফিন আহমেদ, নাশিদ কামাল ও ড. খালেকুজ্জামান।

চ্যানেল আই

চ্যানেল আই আয়োজন করেছে ‘নজরুল মেলা’। চ্যানেল আই প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে বেলা ১১টা ৫ মিনিটে। সকাল ৭টা ৩০ মিনিটে রয়েছে নজরুলের গান নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’। রাত ১০টায় থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘চন্দ্রমল্লিকা’। অনুষ্ঠানে নজরুলের পাঁচটি জনপ্রিয় গান গেয়েছেন ফেরদৌস আরা। প্রযোজনায় সোহেল রানা বিদ্যুত।

আরটিভি

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’। অনুষ্ঠানে আজ থাকবে নজরুলের গান নিয়ে আয়োজন। রাত ৮টায় প্রচারিত হবে নজরুলের গল্প অবলম্বনে নাটক ‘বনের পাপিয়া’। অভিনয়ে চঞ্চল চৌধুরী ও সানজিদা প্রীতি। পরিচালনায় শ্রাবণী ফেরদৌস ও শুভ্র খান।

‘অগ্নিগিরি’ নাটকের দৃশ্য বাংলাভিশন

সকাল ৮টা ৩০ মিনিটে ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে থাকবেন কাজী নজরুল ইসলামের নাতনি সংগীতশিল্পী খিলখিল কাজী। আফিয়া বৃষ্টির প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাদিয়া রশ্নি সূচনা। বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে আলোচনা অনুষ্ঠান ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’। অংশ নেবেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন ও নজরুলসংগীতশিল্পী লীনা তাপসী খান। সঞ্চালনায় সাকিলা মতিন মৃদুলা। প্রযোজনায় রফিকুল ইসলাম ফারুকী।

মাছরাঙা

কাজী নজরুল ইসলামের ‘বাদল বরিষণে’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে নাটক ‘কালো হরিণ চোখ’। চিত্রনাট্য লিখেছেন বিষ্ণু ঈয়াস, পরিচালনায় সীমান্ত সজল। অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, জয়রাজ প্রমুখ। দীর্ঘদিন পর শহর থেকে গ্রামে আসেন জমিদারবাড়ির ছোট ছেলে রুদ্র। শৈশবের স্মৃতিমাখা গ্রামটি ঘুরে দেখতে গিয়ে দৃষ্টি পড়ে কাজরীর দিকে। কৃষ্ণসুন্দরী কাজরীর কালো হরিণ চোখ তাকে আকৃষ্ট করে—এমন গল্পের নাটকটি দেখা যাবে রাত ১০টা ৩০ মিনিটে।

চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন আরটিভির নাটক ‘বনের পাপিয়া’য়দুরন্ত টিভি

নজরুলজয়ন্তী উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’। অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন সাধনার নৃত্যশিল্পীরা। পার্থ প্রতিম হালদার পরিচালিত ‘উন্নত মম শির’ প্রচারিত হবে সকাল ৮টায় ও বিকেল ৫টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত