Ajker Patrika

মান্দায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ০৮
মান্দায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নওগাঁর মান্দায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শাকিল হোসেনসহ অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে গত বুধবার রাতে মান্দা থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়া-আসার পথে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত শাকিল হোসেন (২০)। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্ত শাকিল তাকে দেখে নেওয়ারও হুমকি দেন। বিষয়টি শাকিলের পরিবারকে জানালেও কোনো লাভ হয়নি বলে মামলার বাদী এজাহারে উল্লেখ করেন।

ভুক্তভোগীর বাবা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার মেয়ে ঘরের বাইরে গেলে অভিযুক্ত শাকিলসহ অজ্ঞাত দুই বন্ধু অপহরণ করেন ও গ্রামের মাঠে নিয়ে যান। সেখানে অজ্ঞাতনামা দুজনের সহায়তায় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত শাকিল হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। ভুক্তভোগীকে স্বাস্থ্যপরীক্ষা করার জন্য নওগাঁ হাসপাতালে পাঠানো হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত