Ajker Patrika

প্রশিক্ষণের সনদ পেলেন খুবির নবীন শিক্ষকেরা

খুবি প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ১৬
প্রশিক্ষণের সনদ পেলেন খুবির নবীন শিক্ষকেরা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) এর আয়োজনে নবীন শিক্ষকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার সন্ধায় নগরীর একটি অভিজাত হোটেলে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদপত্র বিতরণ করেন।

তিনি শিক্ষকতা পেশায় নিবেদিত হওয়ার ক্ষেত্রে বেশি করে অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ ও আদর্শ শিক্ষক হতে হলে তাকে প্রচুর পড়াশোনা ও গবেষণা করতে হয়। শিক্ষক যদি ভালো না জানেন, ফলে শিক্ষার্থীরাও ভালো জ্ঞান অর্জন করতে পারে না। তিনি শিক্ষকদের মূল্যবোধ, আদর্শ ও নীতি-নৈতিকতার ওপরও জোর দেন।

সিইটিএলের পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাত হোসনে আরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইটিএলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম। এ সময় প্রশিক্ষক আইকিএসির পরিচালক প্রফেসর ড. মো. সারওয়ার জাহানম, প্রফেসর এ কে ফজলুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আহসান হাবীব উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত