Ajker Patrika

জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান

গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ১১
জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান

গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে ডাউকি নদীর জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ২৩টি শ্যালো মেশিনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় গোয়াইনঘাট থানা–পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্স অভিযান চালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত