Ajker Patrika

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি দ্বিতীয় পত্র

মোহাম্মদ ফখরুল আলম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০: ০৮
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি দ্বিতীয় পত্র

২০২১ সালের এইচএসসি

পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন।

১। পৃথিবীতে গড়ে প্রাণিজ আমিষের কত শতাংশ আসে মাছ থেকে?

(ক) ১০ শতাংশ

(খ) ২০ শতাংশ

(গ) ৩০ শতাংশ

(ঘ) ৪০ শতাংশ

২। কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে কৃষির কোন খাতের ভূমিকা অপরিসীম?

(ক) শস্য ও শাকসবজি

(খ) মৎস্য

(গ) বনজ (ঘ) প্রাণিজ

৩। উৎপাদনের ধরন বিবেচনায় কৃষি খামারের অন্তর্ভুক্ত হলো–

i. যৌথ ii. বহুমুখী iii. বিশেষায়িত

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৪। মাশরুম একটি ঔষধিগুণ সমৃদ্ধ খাবার যা–

i. হাড় ও দাঁত গঠনে কার্যকর

ii. রক্ত স্বল্পতা দূর করতে সহায়ক

iii. এইডস নিরাময়ে কার্যকর

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৫। কৃষিপণ্যের বিপণন বলতে কী বোঝায়?

(ক) পণ্যের উৎপাদন বৃদ্ধি

(খ) পণ্যের ঝুঁকি বহন করা

(গ) পণ্যের বিনিময় হার বৃদ্ধি করা

(ঘ) পণ্যের বাজারজাতকরণ

৬। ক্ষুদ্রায়তন শিল্প খাতের মধ্যে কোন শিল্পে সর্বাধিক শ্রমিক কাজ করে?

ক) কাঠশিল্প

খ) বাঁশ ও বেতশিল্প

গ) মৃৎশিল্প

ঘ) খাদ্য প্রক্রিয়াজাত শিল্প

৭। ২০১০ সালের শিল্পনীতি অনুযায়ী অগ্রাধিকার শিল্প খাতে মোট কতটি শিল্প রয়েছে?

ক) ৩০টি খ) ৩১টি

গ) ৩৫টি ঘ) ৪০টি

উদ্দীপকটি লক্ষ করো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

X একটি শিল্প কারখানা যার স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৭৫ লাখ টাকা থেকে ১৫ কোটি টাকা এবং কর্মরত শ্রমিকের সংখ্যা ৩১-১২০ জন।

৮। উদ্দীপকে X শিল্প বলতে কোন শিল্পকে নির্দেশ করছে?

ক) বৃহৎ শিল্প খ) কুটিরশিল্প

গ) মাঝারি শিল্প ঘ) ক্ষুদ্রশিল্প

৯। ওই শিল্পের ক্ষেত্রে লক্ষ করা যায়–

i. কারিগরি জ্ঞানের প্রয়োগ

ii. বহিরাগত শ্রমিকদের কর্মসংস্থান

iii. স্বল্প বিদ্যুতের ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১০। বিশ্বব্যাংক ও IFC প্রকাশিত Doing Business-2016 শীর্ষক প্রতিবেদন অনুযায়ী প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে বাংলাদেশের অবস্থান কত ছিল?

ক) ১১৭তম খ) ১৩৩তম

গ) ১৭৪তম ঘ) ১৮৯তম

১১। বর্তমান সরকারের কলকারখানা চালুকরণনীতির আওতায় বিজেএমসির নিয়ন্ত্রণাধীন পিপলস জুট মিলস লি. কত সালে খালিশপুর জুট মিলস লিমিটেড নামকরণ করা হয়?

ক) ২০০১ সালে খ) ২০০৫ সালে

গ) ২০০৯ সালে

ঘ) ২০১১ সালে

১২। নিচের কোনটি সেবা খাতের অন্তর্ভুক্ত?

ক) পরিবহন খ) ম্যানুফ্যাকচারিং

গ) নির্মাণ ঘ) খনিজ ও খনন

১৩। বাংলাদেশে প্রথম শিল্পনীতি প্রণয়ন করা হয় কত সালে?

ক) ১৯৭৩ সালে খ) ১৯৮২ সালে

গ) ১৯৭৫ সালে ঘ) ১৯৯১ সালে

১৪। রপ্তানিমুখী শিল্পের বিকাশ ঘটাতে হলে জানা প্রয়োজন–

i. তুলনামূলক ব্যয় সুবিধা

ii. দেশীয় শিল্পের সংরক্ষণ কৌশল

iii. উৎপাদনের পরিবেশ ও কাঁচামাল প্রাপ্তি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৫। ‘Y’ বাংলাদেশের একটি রপ্তানিমুখী সম্ভবনাময় শিল্প, যার সূচনা হয়েছিল ১৯৯০ সালে। ‘Y’ শিল্পীটি কোন শিল্পকে নির্দেশ করছে?

ক) ওষুধ শিল্প খ) চামড়া শিল্প

গ) বস্ত্র শিল্প

ঘ) তৈরি পোশাক শিল্প

১৬। ‘বাংলাদেশ তাঁত বোর্ড’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৭২ সালে খ) ১৯৭৫ সালে

গ) ১৯৭৭ সালে ঘ) ১৯৮০ সালে

১৭। চা উৎপাদন ও পানে বিশ্বে কোন দেশটি প্রথম?

ক) ভারত খ) তুরস্ক গ) বাংলাদেশ ঘ) চীন

১৮। ১৯৮২ সালের শিল্পনীতির মূল বৈশিষ্ট্য হলো–

i. জাতীয়করণ ii. বেসরকারীকরণ

iii. আমদানিনীতি উদারীকরণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৯। বাংলাদেশের প্রথম চা নিলাম কেন্দ্র কোথায় স্থাপন করা হয়?

ক) চট্টগ্রাম

খ) মৌলোভীবাজার

গ) ঢাকা ঘ) পঞ্চগড়

২০। জনবিজ্ঞানজনিত তথ্য-উপাত্ত সংগ্রহে প্রধানত কয়টি পদ্ধতি রয়েছে?

ক) ৩টি খ) ৪টি

গ) ৫টি ঘ) ৬টি

২১। আধুনিক জনবিজ্ঞানের মূল প্রবক্তা কাকে বলা হয়?

ক) থমাস রবাট ম্যালথাস

খ) কে ই বল্ডিং গ) জন গ্রান্ট

ঘ) অধ্যাপক ডাল্টন

২২৷ নিবন্ধনকরণ প্রথম কোথায় শুরু হয়েছিল?

ক) যুক্তরাষ্ট্র খ) জার্মানি

গ) চীন ঘ) ইংল্যান্ড

[উত্তর আগামী সংখ্যায়]

লেখক: মোহাম্মদ ফখরুল আলম

সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত