Ajker Patrika

চুরির মামলায় আসামি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ৫৬
চুরির মামলায় আসামি গ্রেপ্তার

ফেনীতে চুরির মামলায় মেহেদী হাসান বাবলুকে (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ফেনী এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বদরুল আলম মোল্লা এ তথ্য জানান।

এএসপি মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, গত বুধবার রাতে শহরের কদলগাজী রোড এলাকা থেকে মেহেদী হাসান বাবলুকে আটক করা হয়। তিনি ফেনী শহরের ৩ নম্বর ওয়ার্ড কদলগাজী এলাকার বাসিন্দা। এদিকে চুরির ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া বাবলু গত বৃহস্পতিবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, চুরির সময় তাঁর সঙ্গে আরও চারজন ছিলেন। তাঁদের নাম ও ঠিকানা আদালতে জানান তিনি। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর শহরের নাজির রোডের শাহীন ভিলার নিচতলায় এ চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসান বাবলু নামে এক তরুণকে আটক করে। এ সময় চুরি হওয়া এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি চেইন ও নগদ সাত হাজার টাকা জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত