Ajker Patrika

সক্ষমদের কর দেওয়ার আহ্বান

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ১১
সক্ষমদের কর দেওয়ার আহ্বান

দায়বদ্ধতা থেকে দেশের উন্নয়নে সক্ষম সবাইকে কর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘ব্যবসা করে অর্থ উপার্জন করা অপরাধ নয়, কিন্তু আমাদের সবারই দায়বদ্ধতা আছে।’

গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সেরা করদাতার সম্মাননা স্মারক ও ট্যাক্স কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান অর্থমন্ত্রী। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘পিছিয়ে পড়া মানুষের এগিয়ে নিতে হবে। আমাদের ব্যবসায়ী, অর্থশালী ও বিত্তশালীদের প্রতি আহ্বান থাকবে, তাঁরা যেন প্রতিবেশীদের সহায়তা করেন। আপনার সম্পদে গরিবের হক আছে। যে অর্থ কর হিসাবে দেবেন সরকার তা উন্নয়নকাজে বিনিয়োগ করে।’

অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে গেল এক দশকে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে জানান, গত ১০ বছরে ৭ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। অর্থনীতির সার্বিক বিচারে সবার ওপরে বাংলাদেশ।

দেশে কর ও রাজস্ব আদায় বাড়ছে জানিয়ে তিনি বলেন, ২০০৫-২০০৬ অর্থবছরে আয়কর আদায় ছিল মাত্র ৭ হাজার কোটি টাকা। বর্তমানে তা ১২ গুণ বেড়ে হয়েছে প্রায় ৮৫ হাজার কোটি টাকা। ২০০৫-২০০৬ অর্থবছরে মোট রাজস্ব আদায় ছিল ৩৪ হাজার কোটি টাকা। বর্তমানে তা সাড়ে সাতগুণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার কোটি টাকা।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, জরিপের মাধ্যমে করদাতা চিহ্নিত করার কাজকে সাধুবাদ জানাই। করদাতা বাড়াতে হলে সচেতনতামূলক কাজ বাড়াতে হবে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ব্যক্তিপর্যায়ে কর প্রদানের সক্ষমতা বাড়ছে। সবাইকে করজালের আওতায় নিয়ে আসা হবে।

পরে ২০২০-২১ করবর্ষে সেরা ১৪১ জন করদাতাকে সম্মাননা ও তাঁদের হাতে সেরা করদাতার ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। এবার ব্যক্তি শ্রেণিতে ৭৫ জন, কোম্পানি শ্রেণিতে ৫৪ জন ও অন্যান্য ক্যাটাগরিতে ১২ জন করদাতাকে সম্মাননা দিয়েছে এনবিআর। সংস্থাটি অন্য বছরের মতো এবারও জাতীয় পর্যায়ের পর সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে সেরা করদাতাদের তালিকা প্রকাশ করেছে। প্রতিটি সিটি করপোরেশন ও জেলা থেকে তিনজন সর্বোচ্চ করদাতা, দুজন দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী এবং একজন করে নারী ও তরুণ করদাতাকে মনোনীত করা হয়েছে। সব মিলিয়ে ৫২৫ জন করদাতাকে এবার বিশেষ এই সম্মাননা দেয় এনবিআর।

এদিকে, প্রতিবারের মতো এবারও সেরা ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতার পুরস্কার পেয়েছেন জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া। পুরান ঢাকার প্রচারবিমুখ ও স্বল্পভাষী এই ব্যবসায়ী এর আগেও টানা ১৪ বার সেরা করদাতার সম্মাননা পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত