Ajker Patrika

ফরিদপুরে জগদ্বন্ধু আশ্রমের নতুন কমিটির অনুমোদন

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬: ০২
ফরিদপুরে জগদ্বন্ধু আশ্রমের নতুন কমিটির অনুমোদন

ফরিদপুরের শহরের জগদ্বন্ধু আশ্রম শ্রীধাম শ্রীঅঙ্গনে সনাতন ধর্মের মহানাম সম্প্রদায়ের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল দশটায় শুরু হয়ে সভাটি দিনব্যাপী চলে।

এতে মহানাম সম্প্রদায়ের তৃতীয় গঠনতন্ত্র সংশোধনী অনুমোদন হয়। এ ছাড়া এই সাধারণ সভায় ১৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

মহানাম সম্প্রদায় সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথির উপস্থিত ছিলেন সাবেক সচিব নেপাল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক চন্দ্র রায়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ প্রমুখ।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সাধারণ সভায় নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী মহানাম সম্প্রদায়ের গঠনতন্ত্র সংশোধনের বিষয় প্রস্তাব উপস্থাপন করেন। বিষয়টি নিয়ে সাধারণ সদস্যের মধ্যে বিস্তর আলোচনা পর তা কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া সভায় ১৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন কান্তি বন্ধু ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক হয়েছেন মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত