Ajker Patrika

শেখ রাসেল দিবস উদ্‌যাপন সমাপ্ত বুধবার

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯: ৪৩
শেখ রাসেল দিবস উদ্‌যাপন সমাপ্ত বুধবার

শেখ রাসেল দিবস উদ্‌যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর বিভাগীয় কমিটি।

গতকাল রোববার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাজু লিখিত বক্তব্য পাঠ করেন।

আলাউদ্দিন সাজু জানান, গত ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে রংপুর বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ে শিশু-কিশোরদের নিয়ে মাসব্যাপী চিত্রাঙ্কন, রচনা, সুন্দর হাতের লেখা, কুইজ, ক্রিকেট ও ফুটবল খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর টাউন হল অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী উপস্থিতি থাকবেন। অনুষ্ঠান পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ রাসেল দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম সুইট এবং সংগীত শিল্পী অন্তর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত