Ajker Patrika

দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান প্রথম পত্র

আব্দুল্লাহ মোহাম্মদ সায়েম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১১: ৫৫
দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান প্রথম পত্র

২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে জীববিজ্ঞান প্রথম পত্রের

প্রথম অধ্যায়: কোষ ও এর গঠন থেকে বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করব।

১। ‘আইসবার্গ মডেল’টি কোন অঙ্গানু-সম্পর্কিত?

ক) কোষপ্রাচীর খ) কোষঝিল্লি

গ) মাইটোকন্ড্রিয়া

ঘ) সেন্ট্রিওল

২। কাকে উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়?

ক) রাইবোজোম খ) প্লাস্টিড

গ) গলগি বডি

ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

৩। সেন্ট্রিওলের প্রাচীর কয়টি অনুনালিকা দিয়ে গঠিত?

ক) ৭টি খ) ৮টি

গ) ৯টি ঘ) ১০টি

৪। নিউক্লিওলাস–

i. শুক্রাণুর নিউক্লিয়াসে থাকে না।

ii. মেটাফেজ পর্যায়ে অদৃশ্য হয়।

iii. টেলোফেজ পর্যায়ের শেষে দৃশ্যমান হয়।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

৫। টেলোসেন্ট্রিক ক্রোমোসোমে কয়টি বাহু থাকে?

ক) ১টি খ) ২টি

গ) ৩টি ঘ) ৪টি

নিচের উদ্দীপকটি থেকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

৬। উদ্দীপকের অঙ্গানুতে একমাত্র স্থায়ী উপাদান কোনটি?

ক) DNA খ) RNA

গ) হিস্টোন প্রোটিন

ঘ) নন হিস্টোন প্রোটিন

৭। ইন্টারফেজ দশায় উদ্দীপকের অঙ্গানুটিকে ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত করলে–

i. গাঢ় রং ধারণকারী অংশটিকে ইউক্রোমাটিন বলে।

ii. রং ধারণকারী অংশটিতে অল্প পরিমাণে DNA থাকে।

iii. এই অংশটি অধিক কুণ্ডলিত থাকে।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

৮। Chargaff’s rule অনুসারে সব সময়–

i. প্রতিটি জীবের DNAতে A ও T নাইট্রোজেন ক্ষারক সমান থাকে।

ii. প্রতিটি জীবের DNAতে C ও G নাইট্রোজেন ক্ষারক সমান থাকে।

iii. প্রতিটি জীবের DNAতে C ও T নাইট্রোজেন ক্ষারক সমান থাকে।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

৯। সদ্য তৈরি অপত্য DNA অণু দুটি কোন এনজাইমের প্রভাবে পুনরায় কুণ্ডলিত আকার

ধারণ করে এবং অনুলিপি সমাপ্ত হয়?

ক) লাইগেজ খ) গাইরেজ

গ) পলিমারেজ

ঘ) রেস্ট্রিকশন

১০। কোন এনজাইম দিয়ে RNA থেকে DNA তৈরি হয়?

ক) ট্রান্সক্রিপটেজ

খ) পলিমারেজ

গ) রিভার্স ট্রান্সক্রিপটেজ

ঘ) প্রাইমেজ

উত্তর: ১. খ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. খ ৮. ক ৯. খ ১০. গ।

লেখক: আব্দুল্লাহ মোহাম্মদ সায়েম

প্রভাষক (জীববিজ্ঞান),

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত