পাবনা প্রতিনিধি
আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। নদীর তীর ঘেঁষে বালু তোলার ফলে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে কৃষকদের ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।
গত বুধবার বালু উত্তোলন করতে নিষেধ করায় তিন কৃষককে পিটিয়েছে বালু সিন্ডিকেটের সদস্যরা। ভুক্তভোগী কৃষক ও স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে পাবনা ও কুষ্টিয়ার প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে বালু তোলা হচ্ছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ভাঁড়ারা ইউনিয়নের চর কণ্ঠগজরা এলাকায় প্রকাশ্যে ১৫-২০টি ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সেই সঙ্গে পাবনার ভাঁড়ারা, দোগাছী, পাকশী, সুজানগর এবং কুষ্টিয়ার পাংশা, কুমারখালী, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে নেওয়ার জন্য এগুলো শতাধিক ট্রলারে বোঝাই হচ্ছে। প্রতিদিন অন্তত কোটি টাকার ওপর বালু উত্তোলন করা হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
নদীতীরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘নৌকার ওপর অস্ত্র নিয়ে তারা বালু উত্তোলন করছে। বছরের পর বছর ধরে এই কাজ চলছে। আমরা ধারণা করেছিলাম, সরকার পতনের পর বালু উত্তোলন বন্ধ হবে। কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আর প্রতিবাদ করলেই আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।’ আরও কয়েকজন কৃষক জানান, বালু তোলার কারণে ভাঙনে তীরের কয়েক শ বিঘা ফসলি জমি নদীতে চলে যাচ্ছে। কিন্তু এসব অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় না।
খোঁজ নিয়ে জানা গেছে, আগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের সহযোগী আব্দুল আলিম এবং পাবনার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। এ জন্য নৌ পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট মহলগুলোকে ম্যানেজ করে ফেলত এই সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ ও তাঁর সহযোগী আব্দুল আলিমের এলাকায় দেখা যাচ্ছে না। তবে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান এলাকায় রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাবনার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, ‘বালু উত্তোলনের সঙ্গে আমি জড়িত নই। আমার জড়িত থাকার বিষয়টি মিথ্যা।’
আবার নিজেদের জড়িত থাকার বিষয়টি মিথ্যা দাবি করে পাবনার নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান বলেন, ‘আমরা যখন অভিযানে যাই, তখন তারা পালিয়ে যায়। আমাদের জনবলও কম। তারপরও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আবারও অভিযান চালাব।’
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, ‘কোথায় কারা কীভাবে বালু উত্তোলন করছে আমাদের সঠিক তথ্য দিন। আমরা সেখানে অভিযান পরিচালনা করব।’
পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি জানা নেই। ভিডিওসহ তথ্য দিন। আমরা অভিযান চালিয়ে প্রতিহত করব।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। নদীর তীর ঘেঁষে বালু তোলার ফলে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে কৃষকদের ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।
গত বুধবার বালু উত্তোলন করতে নিষেধ করায় তিন কৃষককে পিটিয়েছে বালু সিন্ডিকেটের সদস্যরা। ভুক্তভোগী কৃষক ও স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে পাবনা ও কুষ্টিয়ার প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে বালু তোলা হচ্ছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ভাঁড়ারা ইউনিয়নের চর কণ্ঠগজরা এলাকায় প্রকাশ্যে ১৫-২০টি ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সেই সঙ্গে পাবনার ভাঁড়ারা, দোগাছী, পাকশী, সুজানগর এবং কুষ্টিয়ার পাংশা, কুমারখালী, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে নেওয়ার জন্য এগুলো শতাধিক ট্রলারে বোঝাই হচ্ছে। প্রতিদিন অন্তত কোটি টাকার ওপর বালু উত্তোলন করা হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
নদীতীরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘নৌকার ওপর অস্ত্র নিয়ে তারা বালু উত্তোলন করছে। বছরের পর বছর ধরে এই কাজ চলছে। আমরা ধারণা করেছিলাম, সরকার পতনের পর বালু উত্তোলন বন্ধ হবে। কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আর প্রতিবাদ করলেই আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।’ আরও কয়েকজন কৃষক জানান, বালু তোলার কারণে ভাঙনে তীরের কয়েক শ বিঘা ফসলি জমি নদীতে চলে যাচ্ছে। কিন্তু এসব অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় না।
খোঁজ নিয়ে জানা গেছে, আগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের সহযোগী আব্দুল আলিম এবং পাবনার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। এ জন্য নৌ পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট মহলগুলোকে ম্যানেজ করে ফেলত এই সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ ও তাঁর সহযোগী আব্দুল আলিমের এলাকায় দেখা যাচ্ছে না। তবে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান এলাকায় রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাবনার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, ‘বালু উত্তোলনের সঙ্গে আমি জড়িত নই। আমার জড়িত থাকার বিষয়টি মিথ্যা।’
আবার নিজেদের জড়িত থাকার বিষয়টি মিথ্যা দাবি করে পাবনার নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান বলেন, ‘আমরা যখন অভিযানে যাই, তখন তারা পালিয়ে যায়। আমাদের জনবলও কম। তারপরও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আবারও অভিযান চালাব।’
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, ‘কোথায় কারা কীভাবে বালু উত্তোলন করছে আমাদের সঠিক তথ্য দিন। আমরা সেখানে অভিযান পরিচালনা করব।’
পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি জানা নেই। ভিডিওসহ তথ্য দিন। আমরা অভিযান চালিয়ে প্রতিহত করব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫