Ajker Patrika

টঙ্গীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩: ০০
টঙ্গীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

গাজীপুরের টঙ্গীতে এক নারী (২১) পোশাকশ্রমিককে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার মধ্যরাতে টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তিনজনকে আসামি করে মামলা করেছেন। গতকাল সোমবার সকালে টঙ্গীর আরিচপুরের বাসিন্দা, আবু হানিফকে (২৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার অপর দুই আসামি হলেন আরিচপুরের সজিব ভূঁইয়া (২৩) ও একই এলাকার হাবিবুর রহমান তুষার (২৫)। ঘটনার পর থেকে তাঁরা পলাতক আছেন।

পুলিশ জানায়, টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতেন ওই নারী। রোববার মধ্যরাতে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় স্থানীয় যুবক সজিব ও হানিফ জোরপূর্বক একটি বাড়িতে নিয়ে যান।

সেখানে তাঁরা ওই নারীকে ধর্ষণ করার পর তাদের বন্ধু তুষারকে ফোন করে ডেকে আনেন হানিফ। পরে বিষয়টি জানাজানি হলে আসামিরা পালিয়ে যান। সোমবার সকালে হানিফকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, পুলিশ ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত