Ajker Patrika

কন্যা শিশু দিবস উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২: ১৪
কন্যা শিশু দিবস উদ্‌যাপন

‘আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল বৃহস্পতিবার রংপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উদ্‌যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে পীরগাছায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. সেলোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন।

এ সময় সংগীত, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার তিন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক দপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমি আখতার। বক্তব্য রাখেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এনামুল হক, আরডিআরএস বাংলাদেশের টিএলজি প্রকল্পের গঙ্গাচড়া উপজেলা ফ্যাসিলিটেটর যশরাজ রায় প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। দিবসটি পালনে সহযোগিতায় ছিল আরডিআরএস বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন উপজেলা মহিলাবিষয়ক দপ্তরের জেন্ডার প্রমোটর আতোয়ারুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত