Ajker Patrika

নিরাপত্তা চেয়ে জিডি মুক্তিযোদ্ধা পরিবারের

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১২: ৩৪
নিরাপত্তা চেয়ে জিডি মুক্তিযোদ্ধা পরিবারের

ঝিনাইদহের শৈলকুপায় সম্পত্তি নিয়ে ভাই ও ভাতিজাদের সঙ্গে বিরোধের জেরে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এক মুক্তিযোদ্ধার পরিবার। ভাই–ভাতিজাদের বিরুদ্ধে তাদের পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা, বাড়িঘর ও সীমানার বেড়া ভেঙে দিয়েছেন বলে অভিযোগ মুক্তিযোদ্ধা পরিবারের।

এ ছাড়া রাতে বাড়ির আশপাশে ‘অস্ত্র নিয়ে’ ঘোরাফেরা ও হুমকি দেওয়ারও অভিযোগ করেন তারা। এ ঘটনায় থানায় পৃথক দুটি জিডি করেছেন ওই বীর মুক্তিযোদ্ধা ও তার ছেলে। অন্যদিকে কেনা জমি রেজিস্ট্রি করে না দেওয়ার অভিযোগ আনা হয় বীর মুক্তিযোদ্ধা তফসের আলী শেখের (৭৫) বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়নের কাজী নৌপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তফসের আলী শেখের (৭৫) সঙ্গে তার আপন ভাই তক্কেল আলী শেখের জমিজমা নিয়ে বিরোধ আছে। গত ১৫ সেপ্টেম্বর সকালে তার বাড়ির সামনে ভাই তক্কেল, ভাতিজা সোহেল, রয়েল এবং জাহিদ শেখ, ফরিদুল শেখ, জাহাঙ্গীর, লালচাদ কথা কাটাকাটির একপর্যায়ে তার নিকট আত্মীয়া নিলুফা ইয়াসমিনকে মারধর করে আহত করে। বর্তমান তিনি হাসপাতালে ভর্তি আছেন। এ ব্যাপারে তিনি শৈলকুপা থানায় একটি জিডি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত