Ajker Patrika

দুর্গাপূজা ঘিরে সর্বত্র সাজ সাজ রব

ফেনী প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৩: ০৬
দুর্গাপূজা ঘিরে সর্বত্র সাজ সাজ রব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আজ সোমবার থেকে শুরু হচ্ছে। পাঁচ দিনব্যাপী এই উৎসবকে ঘিরে সর্বত্র বিরাজ করছে সাজ সাজ রব।

পূজা নির্বিঘ্ন করতে ফেনী সদর আসনের সাংসদ নিজাম হাজারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সঙ্গে পৃথকভাবে পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে। জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী (বিপিএম, পিপিএম) বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। পূজায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য গোয়েন্দা সদস্য, ট্রাফিক ব্যবস্থা জোরদার ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

গত ৬ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। তবে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আজ ১১ অক্টোবর মহাষষ্ঠীতে। তাই পূজার আগে দুর্গার চার সন্তানসহ অন্যান্য দেবদেবীর পরিপূর্ণ রূপ ফুটিয়ে তুলতে দিন-রাত কাজ করেন প্রতিমা শিল্পীরা।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, করোনাকালে দ্বিতীয়বারের মতো শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত