Ajker Patrika

নরসিংদীতে গাঁজাসহ আটক ২

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৯
নরসিংদীতে গাঁজাসহ  আটক ২

নরসিংদীতে গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে নরসিংদী পৌর এলাকার বিলাসদী আল্লাহু চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে তিন কেজি গাঁজা পাওয়া যায়। আটক হওয়া ব্যক্তিরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার চরসুবুদ্ধি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. সানা উল্লাহ ও মো. শরীফ।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, নরসিংদী পৌর এলাকার বিলাসদী আল্লাহু চত্বর এলাকা থেকে দুজনকে আটক ও তাঁদের কাছ থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত