Ajker Patrika

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

পপেল চন্দ্র সাহা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬: ১৪
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র বিষয়ের ‘পঞ্চম অধ্যায়: যৌথ মূলধনী ব্যবসায়’ অধ্যায় থেকে ‘সৃজনশীল প্রশ্ন’ নিয়ে আলোচনা করব।

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২। সজীব বাবু তাঁর আরও ৪৯ জন ব্যবসায়ী বন্ধু মিলে PQR নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। তাঁরা কোম্পানি নিবন্ধকের কাছ থেকে নিবন্ধন লাভ করেন। প্রতিষ্ঠানটি ব্যবসায়ের কাজ শুরু করার সিদ্ধান্ত নিতে গেলে একজন অ্যাডভোকেট সদস্য তাতে বাধা দেন। তিনি বলেন, আরও একটি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বাদ আছে। প্রতিষ্ঠানটি প্রথমে মুনাফা অর্জন করলেও পরবর্তী তিন বছর ধারাবাহিকভাবে লোকসান দিতে থাকে। এ অবস্থায় XYZ নামে অন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান PQR প্রতিষ্ঠানের ৫২% মালিকানা শেয়ার কিনে নেয় এবং পরিচালনার দায়িত্ব নেয়।

(ক) কোম্পানির বিলোপসাধন কী? ১

(খ) কোম্পানি সংগঠনকে কেন চিরন্তন অস্তিত্বের অধিকারী বলা হয়? ব্যাখ্যা করো। ২

(গ) PQR প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি সংগঠন হিসেবে নিবন্ধিত হয়? ব্যাখ্যা করো। ৩

(ঘ) XYZ কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে PQR প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়? বিশ্লেষণ করো। ৪

উত্তর: ক

যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানি গুটিয়ে ফেলা হয় বা কোম্পানির কৃত্রিমসত্তার অবসান ঘটানো হয়, তাকে কোম্পানির বিলোপসাধন বা অবলুপ্তি বা অবসান বলে।

উত্তর: খ: কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে সহজে বিলুপ্ত হয় না এমন অস্তিত্বকে বোঝায়।

কোম্পানি আইনের মাধ্যমে গঠিত হয়ে চিরদিন টিকে থাকে বলে একে চিরন্তন অস্তিত্বের অধিকারী বলে। আইনের দেওয়া কৃত্রিম ব্যক্তিসত্তা কোম্পানিকে চিরন্তন অস্তিত্বের অধিকারী করেছে। ফলে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে এর ক্রমাগত উত্তরাধিকার সত্তা বজায় থাকে। তাই যে কেউ ইচ্ছা করলেই আইনের বিধান ছাড়া এর অস্তিত্ব বিলোপ করতে পারে না। এমনকি এর সব সদস্যের মৃত্যু হলেও সংগঠনটি টিকে থাকে। এসব কারণেই কোম্পানি সংগঠনকে চিরন্তন অস্তিত্বের অধিকারী বলা হয়।

উত্তর: গ

PQR প্রতিষ্ঠানটি পাবলিক লি. কোম্পানি হিসেবে নিবন্ধতি হয়।

যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধনপত্র পেলেও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে।

উদ্দীপকে সজীব বাবু তাঁর আরও ৪৯ জন ব্যবসায়ী বন্ধু মিলে PQR নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। তাঁরা কোম্পানির নিবন্ধকের কাছ থেকে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। অতঃপর প্রতিষ্ঠানটি তাঁদের ব্যবসায়িক কাজ শুরু করার সিদ্ধান্ত নিতে গেলে একজন অ্যাডভোকেট সদস্য তাতে বাধা দেন। তিনি বলেন, তাঁদের আরও একটি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বাদ পড়েছে, অর্থাৎ কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের আনুষ্ঠানিকতা। এ থেকে বোঝা যায়, তাঁদের প্রতিষ্ঠানটি হলো পাবলিক লি. কোম্পানি। তাই বলা যায়, PQR প্রতিষ্ঠানটি পাবলিক লি. কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়।

উত্তর: ঘ

হোল্ডিং কোম্পানি হিসেবে XYZ ব্যবসায় প্রতিষ্ঠান PQR ব্যবসায় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়।

যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির ৫০%-এর অধিক শেয়ার মালিকানার অধিকারী তবে তাকে হোল্ডিং কোম্পানি বলে। হোল্ডিং কোম্পানি সব সময় সাবসিডিয়ারি কোম্পানিকে নিয়ন্ত্রণ করে এবং সাবসিডিয়ারি কোম্পানি সব সময় হোল্ডিং কোম্পানি কর্তৃক পরিচালিত হয়।

উদ্দীপকে সজীব বাবু তাঁর আরও ৪৯ জন ব্যবসায়ী বন্ধু মিলে PQR নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠাান গঠন করেন। তাঁরা কোম্পানির নিবন্ধকের কাছ থেকে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। অতঃপর প্রতিষ্ঠানটি তাঁদের ব্যবসায়িক কাজ শুরু করার সিদ্ধান্ত নিতে গেলে একজন অ্যাডভোকেট সদস্য তাতে বাধা দেন। তিনি বলেন, তাঁদের আরও একটি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বাদ পড়েছে, অর্থাৎ কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের আনুষ্ঠানিকতা। প্রতিষ্ঠানটি প্রথম বছরে মুনাফা অর্জন করলেও পরবর্তী তিন বছরে ধারাবাহিকভাবে লোকসান দিতে থাকে। এমতাবস্থায় XYZ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানটির ৫২% মালিকানা কিনে নেয় এবং পরিচালনার দায়িত্ব নেয়।

উদ্দীপকের PQR কোম্পানির অধিকাংশ শেয়ার কিনে নেওয়ায় বর্তমান পরিস্থিতিতে XYZ নামক প্রতিষ্ঠানটি হচ্ছে হোল্ডিং কোম্পানি এবং সজীব বাবুর PQR কোম্পানি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। আর সাবসিডিয়ারি কোম্পানি সব সময়ই হোল্ডিং কোম্পানির অধীন হয়ে কাজ করবে এবং হোল্ডিং কোম্পানি তার অধীন কোম্পানিকে নিয়ন্ত্রণ করবে। এসব কারণেই XYZ নামক ব্যবসায় প্রতিষ্ঠান XYZ নামক ব্যবসায় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়, যা যৌক্তিক ও যথার্থ।

পপেল চন্দ্র সাহা
সহকারী অধ্যাপক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত