Ajker Patrika

সীমান্তে জমিতে যেতে ভয় কৃষকদের

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭: ৫৫
সীমান্তে জমিতে যেতে ভয় কৃষকদের

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ পাঁচ দিনেও ফেরত পায়নি তাঁদের পরিবার। গত শুক্রবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। গত সোমবার লাশ ফেরত পেতে এলাকায় মানববন্ধন করেছে তাঁদের পরিবারসহ এলাকাবাসী। এ ছাড়া একই দাবিতে, গত রোববার পরিবারের সদস্যরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

এদিকে, হত্যার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের মালগাড়া গ্রামটিতে। ওই গ্রামের কৃষকেরা সীমান্ত সংলগ্ন তাঁদের খেতের পাকা ধান কেটে আনতে পারছেন না। এতে খেতেই নষ্ট হতে বসেছে পাকা ধান।

নিহত আসাদুজ্জামন ভাষানীর মা মর্জিনা বেগম ও নিহত ইদ্রিস আলীর ভাই একরামুল হক স্বজনদের লাশ ফেরত পেতে ও ধর্মীয় রীতিতে দাফনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজিবির প্রতি অনুরোধ করেন তাঁরা।

তাঁরা জানান, ঘটনার পর এলাকায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের কৃষক আব্দুল গফুর আকন্দ, মোকলেসুর রহমানসহ কয়েকজন জানান, ঘটনার পর থেকে সীমান্তের মালগারা গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সীমান্তের শূন্যরেখায় নিজের অথবা বর্গা নিয়ে জমি চাষ করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে সীমান্তের কৃষকেরা ওই সব জমিতে যেতে ও জমির পাকা ধান কাটতে ভয় পাচ্ছেন। এ বিষয়ে তাঁরা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাইদুল ইসলাম লাশ ফেরত পেতে বিজিবির হস্তক্ষেপ কামনা করে বলেন, সীমান্তে দুই বাংলাদেশি নিহত হওয়ার পর থেকে পরিস্থিতি থমথমে রয়েছে। মালগারা গ্রামের কৃষক ও বর্গাচাষিরা পাকা ধান কেটে আনতে পারছেন না।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, সীমান্তে আইনশৃঙ্খলা বিজিবি দেখে। কেউ সহায়তা চাইলে পুলিশ সহায়তা করে থাকে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানি (৪৫) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০) নিহত হয়। নিহতদের লাশ বিএসএফ ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় টহলরত ভারতীয় কোচবিহারের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাত ভান্ডারিয়া ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত