কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ পাঁচ দিনেও ফেরত পায়নি তাঁদের পরিবার। গত শুক্রবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। গত সোমবার লাশ ফেরত পেতে এলাকায় মানববন্ধন করেছে তাঁদের পরিবারসহ এলাকাবাসী। এ ছাড়া একই দাবিতে, গত রোববার পরিবারের সদস্যরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
এদিকে, হত্যার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের মালগাড়া গ্রামটিতে। ওই গ্রামের কৃষকেরা সীমান্ত সংলগ্ন তাঁদের খেতের পাকা ধান কেটে আনতে পারছেন না। এতে খেতেই নষ্ট হতে বসেছে পাকা ধান।
নিহত আসাদুজ্জামন ভাষানীর মা মর্জিনা বেগম ও নিহত ইদ্রিস আলীর ভাই একরামুল হক স্বজনদের লাশ ফেরত পেতে ও ধর্মীয় রীতিতে দাফনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজিবির প্রতি অনুরোধ করেন তাঁরা।
তাঁরা জানান, ঘটনার পর এলাকায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের কৃষক আব্দুল গফুর আকন্দ, মোকলেসুর রহমানসহ কয়েকজন জানান, ঘটনার পর থেকে সীমান্তের মালগারা গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সীমান্তের শূন্যরেখায় নিজের অথবা বর্গা নিয়ে জমি চাষ করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে সীমান্তের কৃষকেরা ওই সব জমিতে যেতে ও জমির পাকা ধান কাটতে ভয় পাচ্ছেন। এ বিষয়ে তাঁরা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাইদুল ইসলাম লাশ ফেরত পেতে বিজিবির হস্তক্ষেপ কামনা করে বলেন, সীমান্তে দুই বাংলাদেশি নিহত হওয়ার পর থেকে পরিস্থিতি থমথমে রয়েছে। মালগারা গ্রামের কৃষক ও বর্গাচাষিরা পাকা ধান কেটে আনতে পারছেন না।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, সীমান্তে আইনশৃঙ্খলা বিজিবি দেখে। কেউ সহায়তা চাইলে পুলিশ সহায়তা করে থাকে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানি (৪৫) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০) নিহত হয়। নিহতদের লাশ বিএসএফ ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় টহলরত ভারতীয় কোচবিহারের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাত ভান্ডারিয়া ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ পাঁচ দিনেও ফেরত পায়নি তাঁদের পরিবার। গত শুক্রবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। গত সোমবার লাশ ফেরত পেতে এলাকায় মানববন্ধন করেছে তাঁদের পরিবারসহ এলাকাবাসী। এ ছাড়া একই দাবিতে, গত রোববার পরিবারের সদস্যরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
এদিকে, হত্যার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের মালগাড়া গ্রামটিতে। ওই গ্রামের কৃষকেরা সীমান্ত সংলগ্ন তাঁদের খেতের পাকা ধান কেটে আনতে পারছেন না। এতে খেতেই নষ্ট হতে বসেছে পাকা ধান।
নিহত আসাদুজ্জামন ভাষানীর মা মর্জিনা বেগম ও নিহত ইদ্রিস আলীর ভাই একরামুল হক স্বজনদের লাশ ফেরত পেতে ও ধর্মীয় রীতিতে দাফনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজিবির প্রতি অনুরোধ করেন তাঁরা।
তাঁরা জানান, ঘটনার পর এলাকায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের কৃষক আব্দুল গফুর আকন্দ, মোকলেসুর রহমানসহ কয়েকজন জানান, ঘটনার পর থেকে সীমান্তের মালগারা গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সীমান্তের শূন্যরেখায় নিজের অথবা বর্গা নিয়ে জমি চাষ করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে সীমান্তের কৃষকেরা ওই সব জমিতে যেতে ও জমির পাকা ধান কাটতে ভয় পাচ্ছেন। এ বিষয়ে তাঁরা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাইদুল ইসলাম লাশ ফেরত পেতে বিজিবির হস্তক্ষেপ কামনা করে বলেন, সীমান্তে দুই বাংলাদেশি নিহত হওয়ার পর থেকে পরিস্থিতি থমথমে রয়েছে। মালগারা গ্রামের কৃষক ও বর্গাচাষিরা পাকা ধান কেটে আনতে পারছেন না।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, সীমান্তে আইনশৃঙ্খলা বিজিবি দেখে। কেউ সহায়তা চাইলে পুলিশ সহায়তা করে থাকে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানি (৪৫) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০) নিহত হয়। নিহতদের লাশ বিএসএফ ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় টহলরত ভারতীয় কোচবিহারের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাত ভান্ডারিয়া ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫