Ajker Patrika

আগুনে ঘর হারানো ৫ পরিবারকে সহায়তা

তারাগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১: ২৫
আগুনে ঘর হারানো ৫ পরিবারকে সহায়তা

তারাগঞ্জে আগুনে ঘর পুড়ে যাওয়া পাঁচ পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে পরিষদের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দুই বান্ডিল টিন ও ছয় হাজার টাকার চেক দেওয়া হয়।

উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরাম কবলাপাড়া গ্রামে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে কয়েলের আগুন থেকে নজির উদ্দিনের ঘরে আগুন লাগে।

আগুন দ্রুত পাশের নাজমুল ইসলাম, আজিজুল ইসলাম, আনারুল ইসলাম ও সাইবুল ইসলামের ঘরে ছড়িয়ে পড়ে। এতে পাঁচ পরিবারের ঘরে থাকা নগদ অর্থ, খাদ্যশস্য, আসবাবপত্র, পোশাক, সন্তানদের বইখাতা, জমির দলিল ও জাতীয় পরিচয়পত্রসহ সবকিছু পুড়ে যায়।

প্রতিবেশীরা জানান, আগুন লাগার পর পাঁচ পরিবারের লোকজন কোনো রকমে ঘর থেকে বের হয়ে জীবন বাঁচাতে পারলেও কোনো জিনিসপত্র রক্ষা করতে পারেননি। এলাকাবাসী পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টিন ও চেক বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হাসান রিপন উপস্থিত ছিলেন।

হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ বাবুল ঘর হারানো পরিবারগুলোকে গত মঙ্গলবার ব্যক্তিগতভাবে ১৪ হাজার টাকা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত