Ajker Patrika

ভৈরবে অভিযান, ৩৬ নৌযানের জরিমানা

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬: ০৪
ভৈরবে অভিযান, ৩৬ নৌযানের জরিমানা

যশোরের অভয়নগরে ভৈরব নদে অবৈধ ও অতিরিক্ত পণ্যবোঝাই নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নৌপরিবহন অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার রাজঘাট এলাকা থেকে তালতলা পর্যন্ত নদের বিভিন্ন ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অতিরিক্ত পণ্য বোঝাই করার দায়ে ৩৬ জন জাহাজ ও কার্গোর দায়িত্বরত কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্স, সনদ ও জীবনরক্ষা সামগ্রী না থাকা এবং অতিরিক্ত পণ্য বোঝাই করার দায়ে তাঁদের বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নৌপরিবহন অধিদপ্তরের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন এবং অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার।

এ ছাড়া উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহায়তা করেন যশোর র‍্যাব-৬ এর লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান, নওয়াপাড়া নদী বন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম।

নৌপরিবহন অধিদপ্তর খুলনার প্রধান পরিদর্শক (চিফ ইন্সপেক্টর) মো. শফিকুর রহমান জানান, নৌনিরাপত্তা ও যান মালের নিরাপত্তার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ নৌযান চলাচল বন্ধসহ অতিরিক্ত পণ্য বহন করার বিরুদ্ধে এ অভিযান। সকাল থেকে বিভিন্ন অভিযোগে ৩৬ জাহাজের জাহাজের কর্মকর্তাকে জরিমানা করা হয়।

নৌপরিবহন অধিদপ্তরের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন বলেন, ‘আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত