Ajker Patrika

নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ২১
নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালন

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার জাতীয় যুব দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

রংপুর: আলোচনা সভা এবং সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে জেলা প্রশাসন ও রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম প্রমুখ।

গঙ্গাচড়া: কর্মসূচির মধ্যে ছিল প্রশিক্ষিত যুবদের মধ্যে ঋণের চেক, বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ। উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা।

বদরগঞ্জ: উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, ঋণের চেক ও যুব প্রশিক্ষণ কর্মীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ আসনের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান রশিদ, সাংবাদিক রেজাউল করিম পান্না প্রমুখ।

পীরগাছা: ইউএনও শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন শেষে ১৩ প্রশিক্ষণার্থীকে ৪০ হাজার টাকা করে স্বল্প সুদে ঋণ এবং প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণ শেষ করা ৬০ জনকে সনদ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত