Ajker Patrika

উদ্বোধন ছাড়াই শুরু হচ্ছে আমন সংগ্রহ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ১৪
উদ্বোধন ছাড়াই শুরু হচ্ছে আমন সংগ্রহ

যশোরের মনিরামপুরে বৈরী আবহাওয়া কেটে গেলে যে কোনো দিন সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। এ ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা রাখা হচ্ছে না। গত রোববার বিকেলে আমন সংগ্রহ কমিটির সভায় এমনটি সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা।

গত ৩ ডিসেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘মনিরামপুরে এক মাসেও আমন সংগ্রহ শুরু হয়নি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘রোববার বিকেলে ইউএনও সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে তাঁর দপ্তরে সভা হয়েছে। ইউএনও ধান ও চাল কেনার কাজ শুরু করতে বলেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত