Ajker Patrika

ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪২
ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

পাথরঘাটার বিষখালী-বলেশ্বর নদীর মোহনায় ঘূর্ণিঝড় ‘গুলাব’-এর প্রভাবে ডুবে যাওয়া আ. রাজ্জাকের মালিকানাধীন ‘আল্লাহর দান ট্রলার’–এর নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া এফবি মায়ের দোয়া ও এফবি বাবুল নামের দুটি ট্রলারসহ ২০ জন মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে।

এর আগে গত মঙ্গলবার বেলা ১২টার দিকে ১১ জন জেলেসহ আল্লাহর দান ট্রলারটি ডুবে যায়। এ সময় ৮ জন জেলে জীবিত উদ্ধার হলেও এ ৩ জেলে নিখোঁজ ছিলেন। তারা হলেন–উপজেলার সদর ইউনিয়নের হরিনঘাটা গ্রামের আলী হোসেনের ছেলে ইব্রাহিম (৩৫), তোতা মিয়ার ছেলে মনির ও আব্দুল কুদ্দুস ফরাজীর ছেলে গোলাম সরোয়ার। তারা সবাই উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহসভাপতি আবুল হোসেন ফরাজী জানান, বৈরী আবহাওয়ায় গত দুদিন সমুদ্র খুব উত্তাল থাকায় শুধু পাথরঘাটা উপজেলারই ৬টি ট্রলার ডুবে যায়।

জেলা ট্রলার মালিক সমিতির গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য গত মঙ্গলবার থেকে মালিক সমিতি চেষ্টা করে যাচ্ছিল। ডুবে যাওয়া ট্রলারগুলো থেকে ৪৫ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এফবি মায়ের দোয়া ও এফবি বাবুল নামের দুটি ট্রলারসহ ২০ জন মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করতে মালিক সমিতি ও কোস্টগার্ড চেষ্টা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত