নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশ এখনো চালে শতভাগ স্বাবলম্বী হতে পারেনি। কখনো খাদ্যঘাটতি থাকে আবার কখনো উদ্বৃত্ত থাকে। মাঝে মাঝে আমদানিও করা হয় চাল। এবার চাল রপ্তানিকে উৎসাহিত করতে সরকার ১৫ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সুগন্ধি চাল ছাড়া রপ্তানি করা চালের দামের বিপরীতে ১৫ শতাংশ হারে নগদ সহায়তা প্রদান করা হবে।
গতকাল সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা পাঠানো হয়েছে সকল তফসিলভুক্ত ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে। এতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপক কাজী রফিখুল হাসান।
এমন একটি সময়ে এই ভর্তুকির সিদ্ধান্ত দেওয়া হয়েছে যখন অভ্যন্তরীণ বাজারে চালের দাম তুলনামূলক চড়া। ফলে সরকারের এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। চাল ব্যবসায়ীরা ইতিবাচকভাবে দেখলেও এর সুফল কৃষকেরা পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বাজার বিশ্লেষকেরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দেশে চালের ঘাটতি নেই। সরকার ২০০০ সালের জানুয়ারি থেকে চাল রপ্তানিতে ভর্তুকি দিয়ে আসছে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ ভর্তুকির পরিপত্র জারি করে। আগে সব ধরনের চাল রপ্তানিতে ১৫ শতাংশ ভর্তুকি দেওয়া হতো। কিন্তু এ পরিপত্র জারির পরে সুগন্ধি চাল রপ্তানিকারকরা এ ভর্তুকির সুবিধা পাবেন না।’
ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, ‘নজরদারি না থাকলে দেশের বাজারে চালের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একদিকে আমদানি আর আরেকদিকে রপ্তানিতে ভর্তুকি দেওয়া মানায় না।’
দেশ এখনো চালে শতভাগ স্বাবলম্বী হতে পারেনি। কখনো খাদ্যঘাটতি থাকে আবার কখনো উদ্বৃত্ত থাকে। মাঝে মাঝে আমদানিও করা হয় চাল। এবার চাল রপ্তানিকে উৎসাহিত করতে সরকার ১৫ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সুগন্ধি চাল ছাড়া রপ্তানি করা চালের দামের বিপরীতে ১৫ শতাংশ হারে নগদ সহায়তা প্রদান করা হবে।
গতকাল সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা পাঠানো হয়েছে সকল তফসিলভুক্ত ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে। এতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপক কাজী রফিখুল হাসান।
এমন একটি সময়ে এই ভর্তুকির সিদ্ধান্ত দেওয়া হয়েছে যখন অভ্যন্তরীণ বাজারে চালের দাম তুলনামূলক চড়া। ফলে সরকারের এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। চাল ব্যবসায়ীরা ইতিবাচকভাবে দেখলেও এর সুফল কৃষকেরা পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বাজার বিশ্লেষকেরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দেশে চালের ঘাটতি নেই। সরকার ২০০০ সালের জানুয়ারি থেকে চাল রপ্তানিতে ভর্তুকি দিয়ে আসছে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ ভর্তুকির পরিপত্র জারি করে। আগে সব ধরনের চাল রপ্তানিতে ১৫ শতাংশ ভর্তুকি দেওয়া হতো। কিন্তু এ পরিপত্র জারির পরে সুগন্ধি চাল রপ্তানিকারকরা এ ভর্তুকির সুবিধা পাবেন না।’
ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, ‘নজরদারি না থাকলে দেশের বাজারে চালের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একদিকে আমদানি আর আরেকদিকে রপ্তানিতে ভর্তুকি দেওয়া মানায় না।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫