Ajker Patrika

ভোট পুনর্গণনার দাবি পরাজিত প্রার্থীদের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০: ৩৫
ভোট পুনর্গণনার দাবি পরাজিত প্রার্থীদের

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের চার সদস্য প্রার্থী ভোট কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শুক্রবার সকালে স্থানীয় একটি রেস্তোরাঁয় তাঁরা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তাঁরা জানান, উপজেলার সাদিপুর ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে পাঁচজন সদস্য প্রার্থী বুলবুল আহমেদ, আব্দুল্লাহ আল ফয়সাল, জাকির হোসেন, ওসমান গণি ও হাকিমউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ২৮ নভেম্বর নির্বাচনে ফয়সালকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ৩ নম্বর ওয়ার্ডের ভারগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভারগাওঁ দাখিল মাদ্রাসা মিলে একটি কেন্দ্র। সদস্য প্রার্থী বুলবুল আহমেদ ভারগাওঁ দাখিল মাদ্রাসার রেজাল্ট শিটের বরাত দিয়ে জানান, ওই কেন্দ্রে তালা প্রতীকে ৫৯৮ ভোট দেখানো হয়েছে। মূলত তালা প্রতীক পেয়েছে ৫১৮ ভোট, ১ কে ৯ বানিয়ে প্রিসাইডিং অফিসার ৫৯৮ ভোট বানিয়েছেন। ১ কে ৯ বানানোর ঘষামাজার প্রমাণ রেজাল্ট শিটে রয়েছে। অর্থাৎ রেজাল্ট শিট ত্রুটিপূর্ণ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমান বলেন, ‘পরাজিত ৪ প্রার্থী ভোট আবার গণনার জন্য অভিযোগ দিয়েছেন। আইন অনুযায়ী ভোট পুনর্গণনার এখতিয়ার আমাদের হাতে নেই, বিষয়টি নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত