Ajker Patrika

বেরোবিতে জাতীয় বিতর্কের সমাপনী আজ

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ৪১
বেরোবিতে জাতীয় বিতর্কের সমাপনী আজ

মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো আয়োজিত ৪ দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী আজ রোববার অনুষ্ঠিত হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা) এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

গত বৃহস্পতিবার রাতে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা।

ব্রুডার সভাপতি আসাদুজ্জামান আবীর জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জীবন দর্শন সম্পর্কে আগামী প্রজন্মকে জানাতে এ আয়োজন। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগ, বিতর্ক ক্লাব, হল ও অনুষদভিত্তিক বিতর্ক দল থেকে ৩২টি দল অংশগ্রহণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত