Ajker Patrika

৫০ শিল্পীর কণ্ঠে ‘সুবর্ণ ৫০’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১০: ২১
৫০ শিল্পীর কণ্ঠে ‘সুবর্ণ ৫০’

আগামীকাল বাংলাদেশ টেলিভিশনের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে একটি বিশেষ গান তৈরি করেছে বিটিভি। অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসের নির্দেশনা ও প্রযোজনায় নির্মিত গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নকীব খান। ‘বাংলাদেশ বাংলাদেশ যে পরিণত আজ সুবর্ণ ৫০-এ’ এমন কথায় ‘সুবর্ণ ৫০’ শিরোনামের গানটি লিখেছেন আসিফ ইকবাল। কণ্ঠ দিয়েছেন দেশের খ্যাতিমান ৫০ জন কণ্ঠশিল্পী। তাঁরা হলেন সৈয়দ আব্দুল হাদী, শাহীন সামাদ, রফিকুল আলম, লিনু বিল্লাহ, সুজিত মুস্তাফা, কাদেরি কিবরিয়া, তিমির নন্দী, বুলবুল ইসলাম, আবিদা সুলতানা, কিরণ চন্দ্র রায়, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ইয়াসমিন মুশতারি, চন্দনা মজুমদার, অদিতি মহসিন, বাপ্পা মজুমদার প্রমুখ। কবিতা আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর। পুরো গানটির ভিডিও শুটিং হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে।

মাহবুবা ফেরদৌস বলেন, ‘আমি দৃষ্টান্তমূলক কাজ করতে ভালোবাসি। ৫০ জনকে নিয়ে যে গান-কবিতাটি নির্মাণ করেছি, এটার আর্কাইভ ভ্যালু অনেক। গানের প্রতি আমার অন্য রকম ভালোবাসা আছে বলেই এই ধরনের কাজ করার সাহস পাই।’

আগামীকাল বিটিভির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে গানটি নিয়মিত প্রচার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত