Ajker Patrika

শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবি

রংপুর প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৬: ২২
শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবি

গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং বাস ভাড়া অর্ধেক করার দাবি জানিয়েছে জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজ। গতকাল শুক্রবার দুপুরে নগরীর প্রেসক্লাব এলাকার একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এমন দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আল মামুন লিখিত বক্তব্যে জানান, গণপরিবহনে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করার বিষয়টি লিখিত আকারে না থাকলেও ১৯৬৪ সাল থেকে চলমান আছে। রাজধানী ঢাকার ২৬৪ রুটে প্রায় ৮ হাজার বাস চলাচল করে। কয়েকটি বাস ছাড়া বাকি গণপরিবহনগুলো শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক রাখার বিষয়টি মানতে নারাজ।

আল মামুন বলেন, চলমান করানো পরিস্থিতিতে বেশির ভাগ শিক্ষার্থীর পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায় তাঁদের বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। অনেক শিক্ষার্থী টিউশনি করে পড়ালেখার ব্যয়ভার বহন করতেন। কিন্তু করোনা পরিস্থিতিতে টিউশনি বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা অসহায় হয়ে পড়েছেন। এ অবস্থায় জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা দেখিয়ে বাস ভাড়া বৃদ্ধি করায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক বলেন, কয়েক দিন আগে কয়েকজন শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া ও হয়রানির করার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জাতীয় ছাত্র সমাজ শিক্ষার্থীদের সঙ্গে গণপরিবহন কর্তৃপক্ষের এমন আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করছে বলে জানান তিনি।

আল মামুন সরকারের কাছে সারা দেশে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করার বিষয়টি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আজিজ ড্যানি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক আশিকুরজ্জামান আসলাম, সদস্য সাদ্দাম হোসেন সদস্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক এ কে এম মুসফিকুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত