Ajker Patrika

স্বাধীনতার মাসে মমর দুই

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮: ২২
স্বাধীনতার মাসে মমর দুই

স্বাধীনতার মাসে দুই সিনেমা নিয়ে আসছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। একটি খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, অন্যটি অনন্য মামুনের ‘রেডিও’। দুটি সিনেমাই তৈরি হয়েছে স্বাধীনতার প্রেক্ষাপটে। মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে নির্মিত হয়েছে ‘ওরা ৭ জন’। আগামী ৩ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। এতে অপর্ণা সেন চরিত্রে দেখা যাবে মমকে। মুক্তি উপলক্ষে গত বৃহস্পতিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

সেখানে সিনেমাটি নিয়ে মম বলেন, ‘নির্মাতা আমাদের গর্বের ও সম্মানের মুক্তিযুদ্ধকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে চেয়েছেন সাত মুক্তিযোদ্ধাকে নিয়ে। নারীদের পাওয়া না-পাওয়া ত্যাগের গল্পও উঠে এসেছে এতে। কাজটি করে ভালো লেগেছে। আশা করছি, দর্শকদেরও পছন্দ হবে।’ মম ছাড়া ওরা ৭ জন সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, জয়রাজসহ অনেকে। 

কয়েক দিন আগে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে মম অভিনীত আরেকটি সিনেমা ‘রেডিও’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। নাগরিক সুবিধাবঞ্চিত এক গ্রামে একটি দেশের স্বাধীনতা আন্দোলনে গণমানুষের কাছে তথ্য ও যোগাযোগমাধ্যম হিসেবে রেডিও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এই চলচ্চিত্রের মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়েছে। মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও আগামী মার্চের প্রথম দিকেই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। রেডিও সিনেমায় নিজের চরিত্র নিয়ে মম বলেন, ‘আমার চরিত্রটা ১৯৭১ সালে গ্রামের একজন সাধারণ নারীর। যে নিজের অধিকার আদায়ে সচেতন।’

রেডিও সিনেমায় মমর সঙ্গে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর বড় পর্দায় জুটি বেঁধেছেন রিয়াজ ও মম। এর আগে তাঁরা তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেছিলেন। রেডিও সিনেমায় আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত