জামালপুর প্রতিনিধি
পিটিয়ে সাংবাদিকদের চামড়া তুলে দিতে চান জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহম্মেদ। এমন চাওয়ার কথাই গত শুক্রবার রাতে তিনি জানিয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকেরা। ২৪ ঘণ্টার মধ্যে এসপিকে প্রত্যাহারের দাবি জানিয়ে কর্মসূচি দিয়েছেন জেলার সাংবাদিকেরা।
তবে এ অভিযোগ অস্বীকার করে এসপি নাসির উদ্দিন গতকাল শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পিটানোর কথা বলিনি। শুধু বলেছিলাম, আমি ডাকলাম আর তারা আসল না। বিষয়টি মনে থাকবে।’
জানা গেছে, ১৬ ডিসেম্বর থেকে মাসব্যাপী এসপির কার্যালয়ের পেছনে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি। এ নিয়ে কথা বলার জন্য ওসির মাধ্যমে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ডেকে পাঠান এসপি। দুই সাংবাদিক নেতার মাধ্যমে বিষয়টি জানতে পেরে শুক্রবার রাত ৮টার দিকে ৪০ জনের মতো সাংবাদিক এসপির কার্যালয়ে যান।
সেখানে উপস্থিত জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেনসহ অন্য সাংবাদিকেরা বলেন, সাংবাদিক সংগঠনের নেতাদের নিয়ে পুলিশ ক্লাবে আলোচনায় বসেন এসপি। এ সময় হাফিজ রায়হান ও লুৎফর রহমানকে না দেখে তাঁদের না আসার কারণ জানতে চান। ওসি তখন এসপিকে জানান, তাঁদের বলা হয়েছিল কিন্তু তাঁরা আসেননি।
ওসির কাছে এ কথা শুনে খেপে যান এসপি। একপর্যায়ে তিনি বলেন, ‘আমি ডাকলাম আর তাঁরা আসল না। আমার মনে হচ্ছে দুজনকে নিয়ে এসে পিটিয়ে পাছার চামড়া তুলে দিই।’
এসপির এই আচরণে উপস্থিত সাংবাদিকেরা ক্ষুব্ধ হয়ে চলে আসেন। রাতেই জামালপুর প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাব ও জামালপুর জেলা প্রেসক্লাবের যৌথ এ সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সকালে শহরের দয়াময়ী মোড়ে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক নেতা হাফিজ রায়হানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জনকণ্ঠের আজিজুর রহমান ডল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের শোয়েব হোসেন, আজকের পত্রিকার জাহাঙ্গীর আলম, বাংলাভিশনের জুলফিকার মোহাম্মদ জাহিদ হাবিব, এসএটিভির ফজলে এলাহী মাকাম, সাংবাদিক এম সুলতান আলম, বজলুর রহমান, সমকাল প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, কালেরকণ্ঠের মোস্তফা মনজু, শাহ জামাল, শওকত জামান।
মানববন্ধনে সাংবাদিক নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসপি নাসির উদ্দিনকে প্রত্যাহারের দাবি জানান। দাবি আদায়ে আজ রোববার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরও দাবি মানা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
জানতে চাইলে জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, তিনি ও সভাপতি অন্য কাজে ব্যস্ত থাকায় এসপির সভায় যেতে পারেননি। শুধু এটুকুর জন্য এসপির এ ধরনের বক্তব্য দুঃখজনক।
পিটিয়ে সাংবাদিকদের চামড়া তুলে দিতে চান জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহম্মেদ। এমন চাওয়ার কথাই গত শুক্রবার রাতে তিনি জানিয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকেরা। ২৪ ঘণ্টার মধ্যে এসপিকে প্রত্যাহারের দাবি জানিয়ে কর্মসূচি দিয়েছেন জেলার সাংবাদিকেরা।
তবে এ অভিযোগ অস্বীকার করে এসপি নাসির উদ্দিন গতকাল শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পিটানোর কথা বলিনি। শুধু বলেছিলাম, আমি ডাকলাম আর তারা আসল না। বিষয়টি মনে থাকবে।’
জানা গেছে, ১৬ ডিসেম্বর থেকে মাসব্যাপী এসপির কার্যালয়ের পেছনে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি। এ নিয়ে কথা বলার জন্য ওসির মাধ্যমে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ডেকে পাঠান এসপি। দুই সাংবাদিক নেতার মাধ্যমে বিষয়টি জানতে পেরে শুক্রবার রাত ৮টার দিকে ৪০ জনের মতো সাংবাদিক এসপির কার্যালয়ে যান।
সেখানে উপস্থিত জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেনসহ অন্য সাংবাদিকেরা বলেন, সাংবাদিক সংগঠনের নেতাদের নিয়ে পুলিশ ক্লাবে আলোচনায় বসেন এসপি। এ সময় হাফিজ রায়হান ও লুৎফর রহমানকে না দেখে তাঁদের না আসার কারণ জানতে চান। ওসি তখন এসপিকে জানান, তাঁদের বলা হয়েছিল কিন্তু তাঁরা আসেননি।
ওসির কাছে এ কথা শুনে খেপে যান এসপি। একপর্যায়ে তিনি বলেন, ‘আমি ডাকলাম আর তাঁরা আসল না। আমার মনে হচ্ছে দুজনকে নিয়ে এসে পিটিয়ে পাছার চামড়া তুলে দিই।’
এসপির এই আচরণে উপস্থিত সাংবাদিকেরা ক্ষুব্ধ হয়ে চলে আসেন। রাতেই জামালপুর প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাব ও জামালপুর জেলা প্রেসক্লাবের যৌথ এ সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সকালে শহরের দয়াময়ী মোড়ে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক নেতা হাফিজ রায়হানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জনকণ্ঠের আজিজুর রহমান ডল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের শোয়েব হোসেন, আজকের পত্রিকার জাহাঙ্গীর আলম, বাংলাভিশনের জুলফিকার মোহাম্মদ জাহিদ হাবিব, এসএটিভির ফজলে এলাহী মাকাম, সাংবাদিক এম সুলতান আলম, বজলুর রহমান, সমকাল প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, কালেরকণ্ঠের মোস্তফা মনজু, শাহ জামাল, শওকত জামান।
মানববন্ধনে সাংবাদিক নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসপি নাসির উদ্দিনকে প্রত্যাহারের দাবি জানান। দাবি আদায়ে আজ রোববার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরও দাবি মানা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
জানতে চাইলে জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, তিনি ও সভাপতি অন্য কাজে ব্যস্ত থাকায় এসপির সভায় যেতে পারেননি। শুধু এটুকুর জন্য এসপির এ ধরনের বক্তব্য দুঃখজনক।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫