Ajker Patrika

কারণ দর্শানোর দায়সারা জবাব সেই চেয়ারম্যান প্রার্থীর

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ৫২
কারণ দর্শানোর দায়সারা জবাব সেই চেয়ারম্যান প্রার্থীর

প্রতিপক্ষের অপর দোষ চাপিয়ে নির্বাচন অফিসের কারণ দর্শানোর নোটিশের দায়সারা জবাব দিলেন পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ।

গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে প্রার্থী আবুল কালাম আজাদের স্বাক্ষরিত একটি পত্র জমা দেওয়া হয় উপজেলা নির্বাচন অফিসে। পত্রে তিনি উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে আনীত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন। এ ধরনের বক্তব্য তিনি কথাও বলেননি। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় রাজনৈতিক প্রতিপক্ষ এ অভিযোগ তুলেছে।

এর আগে গত রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জয়নুল আবেদীন বানেশ্বর ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদে আগামীকাল ভোট। অভিযোগ উঠেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গত শুক্রবার তাঁর নির্বাচনী এলাকার একটি সভায় নেতা-কর্মীদের নির্দেশ দেন, নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল না দিলে ভোটাররা যেন কেন্দ্রে ঢুকতে না পারেন। তাঁর এমন বক্তব্যর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে গত রোববার আজকের পত্রিকায় ‘নৌকায় সিল মারলেই কেন্দ্রে ঢুকতে দেবেন, চেয়ারম্যান প্রার্থীর নির্দেশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তার পাঠানো নোটিশের জবাব ২৪ ঘণ্টার মধ্যেই দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ওই চিঠিতে উল্লেখ করেছি আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক যা সম্পূর্ণ ভিত্তিহীন।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ একটি চিঠি নির্বাচন অফিসে জমা দিয়েছেন। এখন আমি বাইরে আছি। চিঠিতে তিনি কি জবাব দিয়েছেন, তা অফিসে গিয়ে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত