Ajker Patrika

যে শো বদলে দিচ্ছে ভবিষ্যৎ

যে শো বদলে দিচ্ছে ভবিষ্যৎ

ভারতে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে শোটি নিয়ে, তার নাম ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’। সনি টিভির এই রিয়েলিটি শোতে আসেন উদ্যোক্তা হতে চাওয়া তরুণ-তরুণীরা। তাঁরা নিজেদের ব্যবসার পরিকল্পনা বিচারক বা শার্কের সামনে বলেন। কোনো পরিকল্পনা শার্কদের পছন্দ হলে, তাঁরা বিনিয়োগ করেন।

অনুষ্ঠানটি মূলত এবিসি চ্যানেলের ‘শার্ক ট্যাংক’ শোয়ের ভারতীয় সংস্করণ। ২০০৯ সালে এবিসি চ্যানেলে শুরু হয়েছিল মূল শোটি। তারপর নানা সময়ে নানা দেশে একই আইডিয়া নিয়ে কাজ হয়েছে। গত ২ জানুয়ারি থেকে অনুষ্ঠানটির দ্বিতীয় সিজন চলছে।

গতবারের তুলনায় এবার শার্ক ট্যাংকে একাধিক পরিবর্তন এসেছে। অশনির গ্রোভার অর্থাৎ আগের বারের অ্যাংরি ম্যান এই সিজনে শার্ক হিসেবে নেই। এই সিজনে শার্ক রয়েছেন ছয়জন—অমিত জৈন, আমন গুপ্তা, পীযূস বনসাল, অনুপম মিত্তাল, নমিতা থাপার ও বিনীতা সিং। প্রত্যেকেই বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির কর্ণধার। তাঁদের কাজ বিচারের নয়। নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক আইডিয়ায় শার্করা আকৃষ্ট হলে তাঁরা তাঁদের ব্যবসায় বিনিয়োগ করেন। বদলে ব্যবসার কিছুটা শেয়ার নেন শার্করা।

কেন এই শো জরুরি?
আমাদের চারপাশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে অনেকটাই। বহু মানুষ কাজ হারিয়েছেন। নিজেদের মতো করে উপার্জনের জন্য অনেকে ব্যবসা শুরু করেছেন। কিন্তু হয়তো পুঁজির সংকটে বেশি দূর এগোতে পারছেন না। সেই মানুষদের মধ্যেই বিজনেস রিয়েলিটি শো ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’ ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। টিভির পর্দায় যাঁরা দেখছেন শোটি, তাঁরাও বেশির ভাগ তরুণ। অভিনব অনেক ব্যবসায়িক আইডিয়া পাচ্ছেন তাঁরা, ব্যবসা নিয়ে অনেক রকম পরামর্শ পাওয়া যাচ্ছে । যেমন—ব্যবসার ঝুঁকি কীভাবে বোঝা যাবে বা খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা কেমন হবে। সনি টেলিভিশনে ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’ প্রচারিত হয় সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত