Ajker Patrika

চবিতে জাপানি রাষ্ট্রদূতের বই উপহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১১: ৫৩
চবিতে জাপানি রাষ্ট্রদূতের বই উপহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগে ১৬১টি গবেষণাধর্মী বই উপহার দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। জাপানের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস, বৈদেশিক নীতি ও অর্থনীতি বিষয়ে বইগুলো লেখা হয়েছে। গত রোববার দুপুরে নিপ্পন ফাউন্ডেশন এবং জাপান সায়েন্স সোসাইটির ‘রিড জাপান’ প্রকল্পের অধীনে এই বইগুলো হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। ওই বিভাগের অধ্যাপক ড. আনোয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহউপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত