Ajker Patrika

বিদেশি বিনিয়োগে বাড়তি আকর্ষণ কর অবকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১১: ৩৪
বিদেশি বিনিয়োগে বাড়তি আকর্ষণ কর অবকাশ

বেসরকারি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি করতে এবং বিদেশিদের মধ্যে বাড়তি আকর্ষণ সৃষ্টি করতে কর অবকাশ, টেকসই প্রবৃদ্ধি এবং প্রণোদনাসহ পরিবহন ও অবকাঠামো খাতে গুরুত্ব আরোপ করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং বিনিয়োগ বিশেষজ্ঞরা।

একই সঙ্গে বিশ্বমানের মাস্টারপ্ল্যান প্রণয়ন, পরিবেশবান্ধব রসদ সরবরাহ, বিচক্ষণনীতি প্রণয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরির জন্য সরকারি সংস্থাগুলোর সমন্বিত পদ্ধতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে গতকাল সোমবার ‘ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিকস: দ্য রাইট মুভ’ শিরোনামে এক বিশেষ অধিবেশনে এসব সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব প্রদান করার সুপারিশ করেন বক্তারা।

বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট, বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি নকিব খানের সঞ্চালনায় লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওয়ার্কিং কমিটি, বাংলাদেশ-এর কো-চেয়ার আবুল কাসেম খান অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, বেসরকারি বিনিয়োগ বাড়াতে এবং রপ্তানি বহুমুখীকরণের জন্য গতিশীল অবকাঠামো প্রয়োজন। ২০৪০ সাল নাগাদ বাংলাদেশের পরিবহন অবকাঠামোতে বিনিয়োগের প্রয়োজন প্রায় ২৮৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে দেশের পরিবহন এবং অবকাঠামোগত পরিষেবার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ বিলিয়ন ডলার। ক্রমবর্ধমান বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে গুদামজাতকরণ এবং মজুতকরণের চাহিদা বাড়বে। এ ধরনের চাহিদা শিগগিরই ৬৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

অধিবেশনে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ-এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় সরবরাহ-চেইন ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া উচিত। তিনি কর অবকাশ এবং প্রয়োজনীয় প্রণোদনার বিষয়টি বিদেশিদের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করতে পারে।

এ সময় নৌপরিবহনে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। এ ছাড়া সামুদ্রিক পরিবহন ও অবকাঠামোগত বিনিয়োগ হলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শাহজাহান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত