Ajker Patrika

চ্যালেঞ্জ নিয়ে মাদ্রিদে মেসি

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১: ২২
চ্যালেঞ্জ নিয়ে মাদ্রিদে মেসি

বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে সান্তিয়াগো বার্নাব্যুতে অনেকবার খেলতে গিয়েছেন লিওনেল মেসি। কখনো হাসিমুখে, কখনো আবার বেদনা নিয়ে মাদ্রিদ ছেড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে মেসির ফেরার গন্তব্যটা সব সময় ছিল অভিন্ন। ‘এল ক্লাসিকো’ শেষে মেসি ফিরতেন কাতালুনিয়ায়।

এই মৌসুমে বদলে গেছে অনেক কিছু। এর মধ্যে পুরোনো ঘর বদলেছেন মেসি। বদলে গেছে আসা-যাওয়ার পথও। ভিন্ন সতীর্থ ও ভিন্ন জার্সিতে আজ রাতে মাঠে নামবেন মেসি। এবার রিয়াল মাদ্রিদকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে বার্নাব্যুতে যাবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যালেঞ্জ অবশ্য মেসির জন্যও আছে। প্রথম লেগে পেনাল্টি মিস করেছিলেন মেসি। এবার সেই আক্ষেপ দূর করার পালা।

কিলিয়ান এমবাপ্পের জন্যও এবারের মাদ্রিদে ফেরাটা হতে পারে বিশেষ কিছু। প্রথম লেগে রিয়ালকে হারানোর নায়ক হয়তো আগামী মৌসুমে রিয়ালের জার্সিতেই খেলবেন। ভবিষ্যতের গন্তব্যকে আজ আরেকবার দেখে নিতে চাইবেন ফরাসি তারকা। এই ম্যাচ দিয়ে মাদ্রিদে ফেরার কথা ছিল রিয়ালের ঘরের ছেলে সার্জিও রামোসেরও। চোট থেকে সেরে না ওঠায় এ ম্যাচেও বাইরেই থাকতে হচ্ছে সাবেক রিয়াল অধিনায়ককে।

শেষ আটে যাওয়ার এ ম্যাচের আগে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর কপালের ভাঁজ বাড়িয়েছিল অনুশীলনে পাওয়া এমবাপ্পের চোট। শেষ পর্যন্ত সংশয় কাটিয়ে ম্যাচের ফিটনেস ফিরে পেয়েছেন ফরাসি তারকা। স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে। সব মিলিয়ে নির্ভার হয়েই মাঠ নামতে পারবে মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজি। প্রথম লেগে নেইমার-এমবাপ্পে যুগলবন্দীতে পাওয়া গোলে এখন কিছুটা এগিয়ে আছে ফরাসি পরাশক্তিরা। মাদ্রিদে হার এড়াতে পারলেই রিয়ালকে বিদায় করে পরের পর্ব নিশ্চিত করতে পারবে তারা।

রিয়াল অবশ্য খুব সহজে ছেড়ে কথা বলবে না। এই মঞ্চে কীভাবে বাজিমাত করতে হয় তা ভালোই জানা আছে লস ব্লাঙ্কোসদের। শুরুতে একটি গোল পেয়ে গেলে বদলে যেতে পারে ম্যাচের চিত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত