Ajker Patrika

শহীদ জামিল ব্রিগেডের সমাবেশ

প্রতিনিধি, রাজশাহী
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৪: ২৭
শহীদ জামিল ব্রিগেডের সমাবেশ

করোনার ভারতীয় ধরনে যখন টালমাটাল রাজশাহী, তখন মানুষের পাশে দাঁড়াতে আত্মপ্রকাশ করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নাম দেওয়া হয় ‘শহীদ জামিল ব্রিগেড’। সংগঠনটি তাদের সেবামূলক কর্মকাণ্ডের ১০১ তম দিন অতিক্রম করেছে। এ উপলক্ষে গতকাল রাজশাহী নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে ‘ব্রিগেড সমাবেশ’ হয়েছে।

সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নিয়ন্ত্রিত এই ব্রিগেডের সদস্যরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

জামিল ব্রিগেডের পক্ষ থেকে এ পর্যন্ত দুই লাখ মাস্ক ও আড়াই লাখ প্রচারপত্র বিতরণ করা হয়েছে। করোনা রোগীদের ২৪ ঘণ্টা সেবা দিচ্ছে তিনটি অ্যাম্বুলেন্স। ৫০টি সিলিন্ডারের মাধ্যমে দেওয়া হচ্ছে বিনা মূল্যে অক্সিজেনসেবা। করোনার টিকার জন্য এ পর্যন্ত ৭ হাজার ৭০০ মানুষকে বিনা মূল্যে অনলাইনে নাম নিবন্ধন করে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত