Ajker Patrika

যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৫: ৩৬
যুব মহিলা লীগের  ত্রিবার্ষিক সম্মেলন

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ রংপুর জেলার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া।

জেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।

অপু উকিল বলেন, ‘এই যুব মহিলা লীগকে আমি আমার সন্তানের মতো করে সাজিয়েছি। একজন মা যেমন তাঁর সন্তানের অমঙ্গল চান না আমিও তেমনি আপনাদের অমঙ্গল চাই না। সুতরাং যাঁরা কমিটিতে এসে টাকা আয় করতে চান তাঁরা আমাদের সংগঠনে আসবেন না। এখানে আসলে আয় হয় না বরং সংগঠনকে দিতে হয়।’

এক এগারোর কথা স্মরণ করে অপু উকিল বলেন, ‘নেত্রীকে যখন কারাগারে নেওয়া হচ্ছিল তখন এই যুব মহিলা লীগের সদস্যরাই গাড়ির গতিপথ রুখতে গিয়েছিলাম। সেদিন আমরাই ছিলাম সামনের সারিতে। নেত্রীর মুক্তির জন্য আন্দোলন করতে গিয়ে ৭ মাসের দুধের শিশুকে রেখে জেল খেটেছে আমার সদস্যরা।’

সম্মেলনে জানানো হয়, যাঁরা জেলা কমিটিতে আসতে আগ্রহী তাঁদের জীবনবৃত্তান্ত আগামী সাত দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপ-দপ্তর সম্পাদকের কাছে জমা দিতে হবে। তাঁরা যাচাই-বাছাই করে প্রতিবেদন আকারে তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবেন। এরপর রংপুর জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইকা জাহিদ রিপা, নাসিমা আক্তার হ্যাপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত