Ajker Patrika

বড় মঞ্চে বিবর্ণই রইল পিএসজি

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১১: ৪২
বড় মঞ্চে বিবর্ণই রইল পিএসজি

চীনের দুঃখ যদি হয় হোয়াংহো তবে পিএসজির দুঃখ মিউনিখ। ২০২০ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে ফরাসি চ্যাম্পিয়নরা। সেই ফাইনালে বায়ার্নের বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন বিসর্জন দেন নেইমার-কিলিয়ান এমবাপ্পেরা।

ইউরোপের মুকুট জয়ের স্বপ্নে লিওনেল মেসি-সার্জিও রামোসদের মতো তারকাদের এনে গত মৌসুম থেকে পিএসজির মালিক নাসের আল-খেলাইফি তারকার হাট বসিয়েছেন প্যারিসে। কোচ মাউরিসিও পচেত্তিনোকে ছাঁটাই করে নিয়োগ দিয়েছেন ক্রিস্তোফ গালতিয়েরকে। কিন্তু এবারও বায়ার্ন বাধা পার হওয়া হলো না। বায়ার্নের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ২-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার শেষ ষোলোতে থামল পিএসজি।

 নিজেদের ইতিহাসে সেরা স্কোয়াড পেয়েও পিএসজির কেন এই হাল সেই প্রশ্ন আসতেই পারে। তবে কি মেসি-এমবাপ্পেদের সামলাতে ব্যর্থ হচ্ছেন গালতিয়ের? বার্সায় থাকতেও বায়ার্নের কাছে হারতে হয়েছে মেসিকে। এবারই একই ফল। চলতি মৌসুমে তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পিএসজির। নেইমারকে ছেড়ে দেওয়ারও গুঞ্জন চলছে।  রিয়াল মাদ্রিদে চলে যেতে পারেন এমবাপ্পে। আক্রমণভাগের এই তিন ত্রয়ীকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন কি আর পূরণ করতে পারবে পিএসজি?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত