Ajker Patrika

বগুড়ায় আরও ৩ জনের করোনা শনাক্ত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৩৪
বগুড়ায় আরও ৩ জনের করোনা শনাক্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় (গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১০৫টি নমুনা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তিনজনের শরীরে।

নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৯৫ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনা ও উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নেই। গতকাল সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়।

গতকাল সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসের নতুন কোনো মৃত্যু না থাকায় জেলায় মোট মৃত্যুসংখ্যা ৭৯৩ জনই অপরিবর্তিত আছে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৫ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা।

তাঁরা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির হিসাব নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত