Ajker Patrika

কেশবপুরে মামলা করে হামলার শিকার

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৫: ৪০
কেশবপুরে মামলা করে হামলার শিকার

জমি জবর দখলের অভিযোগে যশোর জেলা জজ কেশবপুর আদালতে মামলা করায় আদালতের নোটিশ পেয়ে বাদী পক্ষের পরিবারের ওপর হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার শানতলা গ্রামের লক্ষণ হালদার, নারায়ণ হালদার ও কার্তিক হালদার যশোর জেলা জজ কেশবপুর আদালতে একই গ্রামের সাত্তার মোড়ল, আলম মোড়ল ও জামির মোড়লের বিরুদ্ধে এক একর ১৭ শতক জমি জবর দখলের অভিযোগে মামলা করেন। এ মামলায় গত ১৭ নভেম্বর আদালত থেকে নোটিশ জারি করে।

আদালতের নোটিশ পেয়ে উল্লিখিতদের সঙ্গে বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিরা জোটবদ্ধ হয়ে মামলার বাদী পক্ষের নারায়ণ হালদারকে বাড়িতে গিয়ে মারধর এবং বাড়ির ভেতর প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে।

পরে তাঁদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসতে থাকলে বিবাদীরা দ্রুত চলে যায়। এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন নারায়ণ হালদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত